Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজ থেকে পিএসসি পরীক্ষা শুরু জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ৩৬ হাজার ৭৪৬

স্টাফ রিপোর্টার ॥ আজ ২০ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষা। এ বছর জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে ৩৬ হাজার ৭৪৬ জন। এর মধ্যে বালক ১৬ হাজার ৮৭ ও বালিকা ১৭ হাজার ৬৫৯ জন। এ ছাড়া ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে ৩ হাজার ৬৯০ জন পরীক্ষার্থী। এর মধ্যে বালক ১৯৩৬ ও বালিকা ১৭৫৪ জন। জেলার ৮ উপজেলার ১২৩টি কেন্দ্রে পিএসসি ও ৫১টি কেন্দ্রে ইবতেদায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সামসুল ইসলাম জানান- এ বছর পিএসসিতে হবিগঞ্জ সদর উপজেলার ২২ কেন্দ্রে ৬২০৯ জন, নবীগঞ্জের ১৬ কেন্দ্রে ৫৯৩৭, বানিয়াচংয়ের ২০ কেন্দ্রে ৫২৩১, আজমিরীগঞ্জের ৫ কেন্দ্রে ১৭২৫, লাখাইয়ের ৯ কেন্দ্রে ২৬৩২, বাহুবলের ১৬ কেন্দ্রে ২৯৩৪, চুনারুঘাটের ১৮ কেন্দ্রে ৫৬৫৩ এবং মাধবপুরের ১৭ কেন্দ্রে ৬৪২৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এ ছাড়া ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় হবিগঞ্জ সদর উপজেলা থেকে ৫৭৪, নবীগঞ্জে ৮৩৭, লাখাইয়ে ২২৪, বানিয়াচংয়ে ৪৭৬, আজমিরীগঞ্জে ৬৬, মাধবপুরের ৩০০, চুনারুঘাটে ৬০৮ এবং বাহুবল উপজেলা থেকে ৬০৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।