Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

দারিদ্র বিমোচনে শিক্ষার বিকল্প নেই-ড. মোহাম্মদ শাহ্ নেওয়াজ

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ভাটিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মেধা পুরস্কার ২০১৫ অনুষ্টিত হয়েছে। গতকাল বিকাল ৩টার দিকে বিদ্যালয় প্রাঙ্গনে এ পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্টিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগ উপদেষ্ঠা কমিটির সদস্য শিক্ষানুরাগী বানিয়াচঙ্গের কৃতিসন্তান ড. মোহাম্মদ শাহ্ নেওয়াজ। অনুষ্ঠানে ড. শাহ্ নেওয়াজকে স্বাগত জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনহারুল বিশ্বাস ও ভাটিপাড়া গ্রামের বিশিষ্ট মুরুব্বি গৌরাঙ্গ দাস সহ অন্যান্যরা।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দিলীপ কুমার দাসের সভাপতিত্বে ও নির্মল চন্দ্র দাসের পরিচালনায় অনুষ্টিয় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র আইনজীবি তমাল কুমার বিশ্বাস, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ সাইফুল আলম।
সভায় বক্তব্য রাখেন, ভাটিপাড়া গ্রামের বিশিষ্ট মুরুব্বি গোপেশ দাস, নারায়ণ সরকার, বিষ্ণপদ দাস, হরি দাস, নেপাল সরকার,  রাজেন্দ্র দাস, ছাত্রলীগ নেতা রুবেল মিয়া, জুয়েল মিয়াসহ এলাকার গর্ন্যমান ব্যক্তিবর্গ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. শাহ্ নেওয়াজ এলাকার ও শিক্ষার সার্বিক উন্নয়নের কাজ করার আশ্বাস দেন। তিনি বলেন, দারিদ্র বিমোচনে শিক্ষার কোন বিকল্প নাই। আজকের শিক্ষার্থরাই জাতির আগামী দিনের ভবিষ্যত। মেধার প্রকৃত বিকাশ ঘটাতে পারলে ভাটিপাড়া গ্রাম থেকেও একজন শিক্ষার্থী দেশের কর্ণধার হতে পারে।