Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে দুঃস্থ মহিলাদের মধ্যে ভিজিডি চাল বিতরণ

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে সুবিধাভোগী দুস্থ মহিলাদের মধ্যে ২০১৫-১৬ চক্রের ভিজিডি খাদ্যশস্য বিতরণ শুরু হয়েছে। গতকাল বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউনিয়নে জানুয়ারী ও ফেব্র“য়ারী মাসের ভিজিডি চাল বিতরণ করা হয়েছে। বিতরণের পূর্বে ১শত ২১ ব্যাগে ৬ হাজার ১৬ কেজি চাল খাদ্য গোদাম থেকে ইউ.পি প্রাঙ্গণে ভিজিডি সুবিধাভোগীদের উপস্থিতিতে পৌছানো হয়। বিতরণ কার্যক্রম শুরু করেন উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমদ ও ইউএনও মোহাম্মদ শামছুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ইউ.পি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, ট্যাগ অফিসার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ কুতুব উদ্দিন চৌধুরী, ইউ.পি মেম্বার মোতাব্বির হোসেন, আয়ুব আলী, ময়না মিয়া, ইশ্রাব আলী, নূর আহাম্মদ, নুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মতিউর রহমান, মহিলা সদস্যা আম্বিয়া খাতুন, শিরিকা বেগম, সাবেরা খাতুন, ইউ.পি সচিব রাজন চন্দ্র নন্দী, টিসি বুলবুল ধর, ইউডিসি উদ্যোক্তা আনছার আলী প্রমূখ।
উল্লেখ্য সম্প্রতি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আগুনে ভিজিডি কার্ড ভষ্মিভূত হওয়ায় এবারের তালিকাভূক্তিদের কার্ড ইস্যু করা সম্ভব হয়নি। ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরামর্শক্রমে শুধুমাত্র মাস্টার রোলের মাধ্যমে ভিজিডি মালামাল বিতরণ করা হয়েছে বলে ইউ.পি চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন জানান।