Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বৃটিশ বিরোধী আন্দোলনের পুরোধা বিপিন পালের জন্মবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার ॥ উপমহাদেশখ্যাত বৃটিশ বিরোধী আন্দোলনের পুরোধা স্বাধীনতা সংগ্রামী বাগ্মী নেতা বিপিন চন্দ্র পালের ১৫৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল সোমবার সকালে হবিগঞ্জ সদর উপজেলার পইল বিপিন পাল পাঠাগার প্রাঙ্গনে কেক কাটা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক কেক কেটে দু’দিনব্যপী কর্মসূচীর উদ্বোধন করেন। অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, বিপিন পাল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সৈয়দ ইমামুল হক।
১৮৫৮ সালের ৭ নভেম্বর হবিগঞ্জ শহরতলীর পইল গ্রামে জন্মে গ্রহন করেছিলেন বিপিন চন্দ্র পাল। তিনি শুধু একজন রাজনৈতিক নেতাই নন, ছিলেন শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, সাহিত্যিক ছাড়াও বহুগুণের অধিকারী। ১৯৩২ সালের ২০ মে তিনি পরলোক গমন করেন। মহান এই নেতাকে শ্রদ্ধা জানাতে ভারতের প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহেরু ১৯৩৭ সালে হবিগঞ্জের পইল গ্রামে আসেন বিপিন পালের জন্মস্থান দর্শনের জন্য। অথচ মহান এ নেতার জন্ম ও মৃত্যুবার্ষিকী চলে যায় অনেকটা নিরবে নিভৃতে। তার স্মৃতি সংরক্ষণ ও দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও সচেতন মহল।