Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে দেনাদারের হামলায় বাশঁ ব্যবসায়ীসহ আহত ১০

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ী বাজারে মাত্র দেড়শ টাকা বকেয়ার পাওনা নিয়ে গতকাল সোমবার সন্ধ্যায় ক্রেতা-বিক্রেতার মধ্যে বাকযুদ্ধ হয়। এক পর্যায়ে দেনা ধারের লোকজনের হামলায় পাওনাদার বাঁশ ব্যবসায়ীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। স্থানীয় লোকজন গুরুতর আহত ব্যবসায়ী মোহন মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল নিয়ে গেলে তার অবস্থার অবনতি ঘটে। ফলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। অপর আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার সন্দলপুর গ্রামের মোহন মিয়া দীর্ঘদিন ধরে নবীগঞ্জের ইমামবাড়ি বাজারে বাঁশের ব্যবসা করে আসছেন। সম্প্রতি কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শ্রীমতপুর গ্রামের জামাল মিয়া সাড়ে ৩’শ টাকায় বাশ খরিদ করে ২’শ টাকা জমা দেন। এবং দেড়শ টাকা পরে দেয়ার কথা বলে চলে যায়। গতকাল সোমবার সন্ধ্যায় মোহন মিয়া জামাল মিয়াকে পেয়ে বকেয়া দেড়শত টাকা খোজেঁন। এনিয়ে উভয়ের মধ্যে বাকযুদ্ধের সৃষ্টি হয়। খবর পেয়ে বাজারে অবস্থানরত জামাল মিয়ার লোকজন ছুটে গেলে বাশঁ ব্যবসায়ী মোহন মিয়া আহাদ মিয়ার চায়ের দোকানে আশ্রয় নেন। এক পর্যায়ে জামাল মিয়ার উত্তেজিত লোকজন চায়ের দোকানে প্রবেশ করে মোহন মিয়াকে বেদরক মারপিট করলে সে রক্তাক্ত জখম হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে স্থানীয় লোকজন এগিয়ে গেলে প্রায় আরো ১৪ জন লোক আহত হয়। এদেরকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।