Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচং উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক খালেদের বিরুদ্ধে আরো দুটি মামলা

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি’র সদস্য মোঃ খালেদ মিয়ার বিরুদ্ধে আরো দুটি মামলা দায়ের করেছে পুলিশ। নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে পুলিশ গতকাল সোমবার মামলা দুটি করে। এ পর্যন্ত তার বিরুদ্ধে পাঁচটি মামলা হয়েছে। এদিকে রঘু চৌধুরীপাড়ায় অবস্থিত ৩নং ইউনিয়ন ভূমি অফিসে নাশকতার ঘটনায় দায়েরকৃত মামলায় সাতদিনের রিমান্ড চেয়েছে পুলিশ। সোমবার হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামাল হুসেনের আদালতে ৭দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা ওসি (তদন্ত) বিশ্বজিৎ দেব। গত বৃহস্পতিবার দিবাগত রাতে বিএনপি নেতা খালেদ মিয়াকে সাগরদীঘির উত্তরপাড়স্থ তার বোনের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। খালেদ মিয়ার পরিবারের দাবি, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। বিএনপি জোটের চলমান আন্দোলন কর্মসুচিকে স্থব্ধ করতে হয়রানিমূলক মামলায় আসামি করছে পুলিশ। খালেদ মিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপি ও অঙ্গসংগঠন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অব্যাহত রেখেছে। এছাড়া বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন এক বিবৃতিতে খালেদ মিয়ার বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবি করেন।