Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ইসলাম বিরোধী বই নিষিদ্ধ ও লেখকদের শাস্তি দাবিতে আক্বাইদ পরিষদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার ॥ ইসলাম বিরোধী বই সারাদেশে নিষিদ্ধ ও লেখকদের শাস্তির দাবিতে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে আক্বাইদ পরিষদ। গতকাল শনিবার দুপুরে শহরের চৌধুরীবাজার নুরুল হেরা মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে প্রতিবাদ সভায় মিলিত হয়। মাওলানা তোফাজ্জল হক চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মাশহুরুল হক, মাওলানা নিয়াজুর রহমান, আব্দুল মালিক ইউসুফী, আব্দুল কদ্দুস নোমান ও সফিকুল ইসলাম। বক্তাগণ বলেন, ফারসী লেখক আলী দোস্তী ‘নবী মোহাম্মদের ২৩ বছর’ নামে যে বইটি লেখেন তা সম্প্রতি বাংলাদেশের আবুল কাসেম ও সৈকত চৌধুরী অনুবাদ করেন। ইসলাম বিরোধী বইটি একুশে বইমেলায় বিক্রি নিষিদ্ধ করা হলেও সারাদেশে অবাধে বিক্রি হচ্ছে। অবিলম্বে এই বইটি সারাদেশে নিষিদ্ধ ও লেখকদের শাস্তি দাবি করেন তারা।
বক্তাগণ বলেন, সালমান রুশদী’র নিষিদ্ধ স্যাটানিক ভার্সেস এর অনুকরণে বইটি লেখা হয়। যা ইংরেজি ভাষাতেও অনুদিত হয়েছে। তবে বইয়ে হযরত মোহাম্মদ (সাঃ) এবং হযরত আয়েশা (রাঃ)কে অসম্মান করা হয়েছে।