Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে আলমগীর হত্যা মামলার ৩ আসামী গ্রেফতার

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে আলোচিত আলমগীর হত্যার ৩ ঘাতককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ভোর সাড়ে ৫টায় তাদেরকে আটক গ্রেফতার করে পুলিশ। চুনারুঘাট থানার এসআই আবু আব্দুল্লা জাহিদের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার দক্ষিণ নরপতি গ্রামে অভিযান চালিয়ে খুরশেদ আলীর ছেলে আলমগীর হত্যার মূল নায়ক ফয়ছল আমীন (১৯ কে প্রথমে আটক করে। পরে ফয়ছল আমীনকে আদালতে নেয়া হয়। বিজ্ঞ আদালতে সে ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করে। ঐ দিন বিকাল ৪ টায় উপজেলার নরপতি ও মুখিপুর গ্রামে পুলিশ অভিযান চালিয়ে আরও দুই জনকে আটক করে। আটককৃতরা হল-নরপতি গ্রামের রহমত আলীর ছেলে রাসেল মিয়া (১৮) ও মুখিপুর গ্রামের ডাঃ রবি দাসের ছেলে মোহন দাশ (১৮)। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আবু আব্দুল্লা জাহিদ জানান, আলমগীরকে হত্যাকারীরা দুইটি দামী মোবাইল সেটের জন্য হত্যা করেছে। ভিকটিম আলমগীরের ব্যবহারের একটি দামী মোবাইল সেট ফয়ছল আমীনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা জানান, অভিযান অব্যাহত রয়েছে মামলার তদন্তের স্বার্থে অন্যান্য আসামীদের নাম প্রকাশ করা যাবেনা। উল্লেখ্য যে, গত ১৯ জানুয়ারী রাত অনুমান সাড়ে ৮টায় হত্যাকারীরা উপজেলার হাসারগাওঁ গ্রামের মকবুল হোসেনের ছেলে আলমগীর হোসেনকে খোয়াই নদীর বাধেঁ হত্যা করে লাশ গুম করার জন্য বরাইল এলাকার খোয়াই নদীর চড়ে বাশেঁর পাতা দিয়ে ঢেকে রাখে। পরদিন সকালে চুনারুঘাট থানা পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।