Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে একের পর এক চোরাগুপ্তা হামলা ॥ অফিস পাড়ায় আতংক

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ দেশের চলমান ঘটনায় বানিয়াচংয়ে একের পর এক চোরাগুপ্তা হামলায় অফিস পাড়ায় আতংক বিরাজ করছে। এতে উদ্বিগ্ন উপজেলা ও থানা প্রশাসন। দুর্র্বৃত্তরা এখন রাস্তায় গাড়ীতে অগ্নিসংযোগ এর পরিবর্তে লক্ষ্যবস্তু করেছে  বিভিন্ন সরকারী অফিসগুলোতে। ইতিমধ্যে দু’টি ইউনিয়ন ভূমি অফিস, বানিয়াচং উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন ও উপজেলা মহিলা অধিদপ্তর অফিস, ইসলামীক ফাউন্ডেশন অফিস সম্পুর্ণ ও কৃষি অফিস আংশিক আক্রান্ত হয়েছে। মহিলা অধিদপ্তর ও ইসলামীক ফাউন্ডেশন এর অফিস পুড়ে ছাঁই হয়ে গেছে। এ দু’টি অফিসে নাশকতা না-কি শর্ট সার্কিট থেকে আগুন সৃষ্টি এ নিয়ে প্রশাসন নিশ্চিত করতে পারে নি। তবে অনেকেরই ধারণা এটা নাশকতা। তারপরও ব্যাপারটি খতিয়ে দেখতে একজন ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে ঝুকির মধ্যে রয়েছে বানিয়াচং পল্লী বিদ্যুত জোনাল অফিস ও এর আওতাধীন বিভিন্ন সাব-স্টেশনগুলো। প্রশাসন ইতিমধ্যে পুলিশের পাশাপাশি  আনসার সদস্যদের দিয়ে এসব অফিস পাড়ায় পাহারার ব্যবস্থা নিয়েছে। পুলিশ এসব চোরাগুপ্তা হামলাকারীদের গ্রেফতারে প্রতিদিনই সাড়াঁশি অভিযান চালাচ্ছে। ইতিমধ্যে এসকল নাশকতার ঘটনায় বানিয়াচং থানায় ৬টি বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের ও এসকল মামলায় ২০ থেকে ২৫জনকে গ্রেফতারও করা হয়েছে। এদিকে গতকাল বিভিন্ন নাশকতার মামলায় বানিয়াচং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ খালেদ মিয়াকে গ্রেফতার করা হয়েছে বলে অফিসার ইনচার্জ নির্মলেন্দু চক্রবর্তী এ প্রতিনিধিকে জানিয়েছেন। তিনি আরো জানান, এসব চোরাগুপ্তা হামলাকারীদের ও এদের ইন্দনদাতাদের চিহ্নিত করে গ্রেফতার করতে মাঠ পর্যায়ে জোর তৎপরতা চালানো হয়েছে।