Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে গণপিঠুনিতে গরু চোর নিহত ॥ আহত ১

চুনারুঘাট প্রতিনিধি ॥  চুনারুঘাটে গরু চুরি করতে গিয়ে জনতার গণপিঠুনিতে প্রাণ দিতে হলো গরু চোর মোঃ কুতুব আলীকে (৫০)। এ ঘটনায় আহত অপর গরু চোর কাজল মিয়া (৩৮)কে গুরুতর অবস্থায় চুনারুঘাট হাসপাতালে (গ্রেফতারকৃত) ভর্তি করা হয়। স্থানীয়রা জানিয়েছে, কুখ্যাত গরু চোর হিরু মিয়া পালিয়ে গেছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার গভীর রাতে চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা-বাগানের লোহার লাইন এলাকার মৃত হরিদাসের পুত্র হারুন গুঞ্জন গোয়ালের ঘরের সিদ কেটে একদল গরু চোর ঘরে প্রবেশ করে ২টি গরু চুরি করে নিয়ে যাওয়ার পথে চা-বাগান পাহারাদার দেখতে পেয়ে চিৎকার দেয় এবং বাগানে পাগলা ঘন্টা বাজায়। পাগলা ঘন্টার আওয়াজে বাগানের পঞ্চায়েত কমিটি সহ চা-শ্রমিকরা দ্রুত বের হয়ে গরুসহ চোরদের আটকের চেষ্ঠা করে। এক পর্যায়ে গরু ফেলে চোরেরা পালিয়ে যাওয়ার সময় জনতার গনপিঠুনিতে ঘটনাস্থলেই মারা যায় কুতুব আলী (৫০)। সে উপজেলার উসমানপুর গ্রামের মৃত মুনছুব আলী ছেলে। এ ঘটনায় আহত জারুলিয়া গ্রামের মৃত আঃ কাদিরের ছেলে কাজল মিয়া। কাজল মিয়া জানায়, তাদের সঙ্গীয় আরো একজন পালিয়ে যায়।
চুনারুঘাট থানা পুলিশ খবর পেয়ে গত শনিবার সকালে ঘটনাস্থল থেকে ২টি গরু ও নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আহত কাজল মিয়াকে পুলিশের পাহারায় চুনারুঘাট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।