Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চৌধুরীবাজারে আগুনে ১১ দোকান ভস্মিভূত ॥ অর্ধকোটি টাকার ক্ষতি

কাজী মিজানুর রহমান ॥ হবিগঞ্জ শহরের চৌধুরীবাজার কাচাঁমাল হাটায় আগুনে ১১টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে অন্তত ৩৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। হবিগঞ্জ দমকল বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রন করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি কাপড়ের দোকানের বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত  হয়। এ সময় আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে খালেক মিয়ার কাপড়ের দোকান, শামীম মিয়ার বীজ ঘর, আব্দুল আজিজের মুদি ও ফলের দোকান, ওয়ারিস মিয়া, আব্দুল মুহিত, সোহেল মিয়ার ৩টি ফলের দোকান ও মাহবুব রাজা নামে একটি খাবারের হোটেল ও পিযুষ কুরির দোকানসহ ১১টি দোকানের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এব্যাপারে সদর ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন ঘটনাটি নিশ্চিত করেছেন।
এদিকে হবিগঞ্জের কাচামাল হাটায় অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগম। গতকাল রবিবার সকালে তিনি ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন। স্থানীয় লোকজন জানায় ক্ষতির পরিমান প্রায় দেড় কোটি টাকা। গতকাল ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগম ঘটনাস্থল পরিদর্শনকালে ক্ষতিগ্রস্থদের শান্তনা দেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর সৈয়দা লাভলী সুলতানা।