Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পল্লী বিদ্যুতের ৯নং এলাকা পরিচালক নির্বাচন সম্পন্ন

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বিপুল উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বানিয়াচং জোনের ৯নং এলাকার পরিচালক নির্বাচন সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার আদর্শ হাইস্কুলে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাংবাদিক মোঃ সেলিম মিয়া (মাছ প্রতীক) ৮৭০ ভোট পেয়ে পরিচালক পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাবেক পরিচালক অধ্যক্ষ মাওলানা মোবাশ্বির আহমদ (চেয়ার প্রতীক) ৬০৯ ভোট পান। এছাড়া সাংবাদিক এসএম খোকন ৩৫৩ ভোট পেয়েছেন। ৭ হাজার ৪শ ২০ জন ভোটারের মধ্যে ১৮৩৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। তন্মধ্যে বাতিল হয় ৫টি ভোট। নির্বাহী ম্যাজিস্ট্রেট সেঁজুতি ধরের নেতৃত্বে ভোট কেন্দ্রে একদল পুলিশ নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। প্রধান নির্বাচন কমিশন হিসেবে দায়িত্বে ছিলেন ডেপুটি ডাইরেক্টর কাজী সারওয়ার ইকবাল। বানিয়াচং জোনের ডিজিএম একেএম আজাদ জানান, অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশির আহমদ, ইউএনও মোহাম্মদ শামছুল ইসলাম, জিএম মোঃ সোলেমান মিয়া, আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আমির হুসেন মাস্টার, সেক্রেটারি ইকবাল হুসেন খান, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন, মিজানুর রহমান খান, আবুল কাশেম চৌধুরী, প্রেসক্লাব সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল, সাংবাদিক রায়হান উদ্দিন সুমনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ। এদিকে বানিয়াচং প্রেসক্লাব দপ্তর সম্পাদক ও বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিম মিয়া বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন প্রেসক্লাব সভাপতি আখলাক হুসেইন খান খেলু ও সাধারণ সম্পাদক তোফায়েল রেজা সোহেলসহ প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ।