Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে ভন্ডুল ॥ ১৫শ টাকা জরিমানা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়াভাঙ্গা ইউনিয়নের খরিয়া গ্রামে এক বাল্য বিবাহ ভন্ডুল করে দিয়েছে নবীগঞ্জ উপজেলা ও পুলিশ প্রশাসন। এ সময় মেয়ে পিতা-মাতা ও বরের মাকে ১৫’শ টাকা জরিমানা করা হয়েছে। পরে তাদের স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় মুক্তি দেয়া হয়।
জানা যায়, ওই গ্রামের ৮ম শ্রেনীতে পড়ূয়া জনৈক ছাত্রীর সাথে একই গ্রামের কাজল সরকারের বিবাহে’র দিন নির্ধারণ করা হয়। কথা অনুযায়ী গতকাল ধূমধামের সাথে আয়োজন করা হয় এই বিবাহ অনুষ্টানের। এদিকে খবর পেয়ে নবীগঞ্জ নির্বাহী কর্মকর্তা মোঃ লুৎফুর রহমান ও নবীগঞ্জ থানার ওসি মোঃ জাহাঙ্গীল আলমের নেতৃত্বে একদল পুলিশ নিয়ে ছুটে যান ঘটনাস্থলে। বন্ধ করে দেন বাল্য বিবাহ। প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলামের জিম্মায় তাদের রাখা হয়। অপ্রাপ্ত বয়সে বিয়ের আয়োজনের অপরাধে মেয়ে পিতা-মাতাকে ১ হাজার টাকা এবং বরের মাতাকে ৫’শ টাকা জরিমানা করা হয়।