Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নির্বাহী প্রকৌশলীর সাথে ড. শাহ্ নেওয়াজের সৌজন্য সাক্ষাত ॥ চলতি সপ্তাহের মধ্যেই শুরু হচ্ছে বানিয়াচং সড়কের সংস্কার কাজ

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘ প্রতিক্ষার পর এ সপ্তাহের মধ্যেই পূনরায় শুরু হচ্ছে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের সংস্কার কাজ। এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম। দ্রুত কাজ শুরু করতে গত শনিবার নির্বাহী প্রকৌশলী ঠিকাদার ও কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। বৈঠকে তিনি এ সপ্তাহের মধ্যেই কাজ শুরু করার তাগিদ দেন।
নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, রাস্তা সংস্কারের জন্য ইতিমধ্যে দশ ট্রাক নির্মাণ সামগ্রী ও যন্ত্রপাতি সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়ে এসে পৌঁছেছে। এ সপ্তাহের মধ্যে সংস্কার কাজ শুরু হবে। তিনি নিশ্চিত করে বলেন, আগামী বর্ষা মৌসুমের পূর্বেই এই সংস্কার কাজ শেষ হবে।
প্রকাশ, যুক্তরাজ্য আওয়ামীলীগের উপদেষ্ঠা কমিটির সদস্য ও বানিয়াচঙ্গের কৃতিসন্তান ড. মোহাম্মদ শাহ্ নেওয়াজ দেশে এসেই হবিগঞ্জ-বানিয়াচং-আজমিরীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সর্বশেষ অবস্থা জানতে সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে গত সপ্তাহে সাক্ষাত করে। সাক্ষাতকালে তিনি দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে জনদূর্ভোগ লাগবের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেন।
উল্লেখ্য, দীর্ঘ দিন ধরে হবিগঞ্জ-বানিয়াচং সড়কটি বেহাল অবস্থার মধ্যে দিয়ে জনচলাচল করছেন। সম্প্রতি ৭ কোটি ৩৪ লক্ষ টাকা ব্যয়ে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের ১৮ কিলোমিটার রাস্তার সংস্কার কাজ শুরু। কিন্তু অজ্ঞাত কারণে ঠিকাদার কাজ বন্ধ করে চলে যায়। এতে জনমনে ক্ষোভের সঞ্চার হয়। কি কারণে কাজ শুরু হয়ে বন্ধ হয়ে গেল এমন প্রশ্ন যখন লোকমুখে চাউড় হচ্ছিল তখন বানিয়াচঙ্গের কৃতিসন্তান ড. শাহ্ নেওয়াজ গত সপ্তাহে সওজ বিভাগের নির্বাহী প্রকৌলশীর সাথে সাক্ষাত করেন এবং বানিয়াচংবাসীর প্রাণের দাবী হবিগঞ্জ-বানিয়াচং সড়কটির সংস্কারের অনুরোধ করেন। এ ব্যাপারে গতকালও সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের উর্ধতন কর্মকর্তাদের সাথে সাক্ষাত করেন ড. মোহাম্মদ শাহ্ নেওয়াজ। সাক্ষাতকালে তিনি হবিগঞ্জ-বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কের উন্নয়ন বিষয়ে সংশ্লিষ্টদের অবহিত করেন।