Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে জীপ দুর্ঘটনায় চালকসহ ৩২ জন আহত

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে যাত্রীবাহী একটি জীপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে অন্তত ৩২ জন আহত হয়েছে। বিশ্বাস এন্টারপ্রাইজ নামক দুর্ঘটনা কবলিত গাড়ীটি (ঢাকা-ক-১৪০৬) বানিয়াচং উপজেলা শ্রমিকলীগের সভাপতি মাহমুদ বিশ্বাসের মালিকানাধীন বলে জানা গেছে।
গতকাল শনিবার বেলা দেড়টায় বিথঙ্গল যাবার পথে উপজেলা সদরের লামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আশংকাজনক অবস্থায় গাড়ীর চালক আবুল ফজল (৪২), হেলপার সুমন (১৬)সহ ১০ জনকে তাৎক্ষনিক ঘটনাস্থল থেকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়। এছাড়া আহত নুরুল ইসলাম (৫০) ও হৃদয় মিয়া (১৪) কে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর সেখান থেকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে স্থানান্তর এবং গুরুতর আহত অবস্থায় অন্তঃসত্ত্বা লক্ষী রাণী বৈদ্য (২৪), সূর্যকান্ত দাস (৫৫), খাদিজা আক্তার (২৫) ও আবুল কাশেম (৬০) কে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এছাড়াও সুনীল বৈদ্য (৩৫), রিতা বৈদ্য (৮), রিশমা বৈদ্য (৩)সহ আহত অন্যান্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। আহত নুরুল ইসলাম জানান, গাড়ীর ভেতরে ২২ জন ছাড়াও ছাদে ৮ জন যাত্রী ছিল। চালক হেলপারসহ গাড়ীতে প্রায় ৩২ জন ছিল যাদের সবাই আহত হয়েছেন। জীপ শ্রমিকরা জানান, যাত্রাপাশা আশকর উল্লা মসজিদ সংলগ্ন ব্রীজ ভেঙ্গে নতুন ব্রীজ নির্মাণ কাজ শুরু করায় আজমিরীগঞ্জ ও বিথঙ্গল এলাকায় গাড়ী লামাপাড়ার সরু রাস্তা দিয়ে চলাচল করতে হয়। একারণে জীপ, সিএনজি, টমটমসহ সব ধরণের যানবাহন দুর্ঘটনায় পড়ে থাকে। ঠিকাদার মুল সড়কে গাড়ী চলাচলের বিকল্প ব্যবস্থা না করে ব্রীজ ভেঙ্গে ফেলায় এমন দুর্ঘটনা ঘটছে বলে তাদের অভিযোগ।