Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ ॥ হামলা ও সংঘর্ষে আহত ১৫ ॥ স্বর্ণের চেইন ও নগদ ২ লাখ টাকা লুট

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়গাঁও গ্রামের পূর্ব শরুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের মা মেয়েসহ ৯ জন আহত হয়েছে। আক্রমনকারীরা নগদ ২ লাখ টাকা, স্বর্নের চেইন লুট করে নিয়ে গেছে। গুরুতর আহত ৩ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়গাও গ্রামের জলফু মিয়া তালকুদারের সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের মৃত আলফু মিয়া তালুকদারের পুত্র ফজল মিয়া, সাদিক মিয়া, রফিক মিয়া, গোলাম নবী মেম্বারের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে গতকাল বুধবার বিকালে বড় গাও গ্রামের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষের লোকজনের উপর হামলা চালায়। হামলা ও সংঘর্ষে একই পরিবারের ৯ জনসহ ১৫ আহত হয়। গুরুতর আহত মোছাঃ ছালেমা বেগম তালুকদার (৫৫), জুলফু মিয়া, শামীম মিয়া তালুকদারকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত খালেদা বেগম, জসিম তালুকদার, শিরিনা বেগম, জুলেখা বেগম তালুকদরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি ও চিকিৎসা দেওয়া  হয়েছে। হামলাকারীরা এ সময় হামলাকারীরা একটি স্বর্নের চেইন ও জমি খরিদের জন্য উত্তোলনকৃত নগদ ২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এ ব্যাপারে সেলিম মিয়া তালুকদার বাদী হয়ে গতকাল বুধবার রাতে নবীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।