Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ শহরের ফায়ার সার্ভিস এলাকায় চোরা গোপ্তা আগুন ॥ সিএনজি-টমটম ভাংচুর ॥ আটক ১

কাজী মিজানুর রহমান ॥ ৭২ ঘন্টা হরতালের ২য় দিনে হবিগঞ্জ শহরের ফায়ার সার্ভিস রোড, কামড়া ব্রীজ এলাকা, শায়েস্তাগঞ্জে যানবাহন ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রাঙ্গেরগাও গ্রামের নজরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। হবিগঞ্জ শহরের ফায়ার সার্ভিল এলাকায় গতকাল রাত ৮টার দিকে কে বা কারা রাস্তায় পেট্টোল ডেলে আগুন ধরিয়ে দেন। এ সময় দুর্বৃত্তরা ওই এলাকায় চলাচলরত ৩টি টমটম ভাংচুর করে। যাত্রীরা আতংকে দিকবেদিক ছুটা ছুটি করে। বন্ধ হয়ে যায় ওই এলাকার দোকানপাট। সাথে সাথে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিভিয়ে ফেলে। পরে হবিগঞ্জ সদর থানার এসআই ইব্রাহিম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
দুপুরে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের ধুলিয়াখাল ও পাইকপাড়া নামক স্থানে দুর্বৃত্তরা ৩টি সিএনজি অটোরিক্সা ও ৪টি টমটম ভাংচুর করে। খবর পেয়ে সদর এসআই কৃষ্ণ মোহন নাথের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌছুলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নজরুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ।
সিএনজি চালক আমীর আলী ও সোহেল মিয়া জানান, চোরাগুপ্তা হামলা করে তাদের সিএনজি অটোরিক্সার গ্লাস ভাংচুর করা হয়েছে।