Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর নির্যাতন হবিগঞ্জে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার ॥ পাবনার সাথিয়ার বনগ্রাম ও ঘোষপাড়ায় শতাধিক সংখ্যালঘু পরিবারের উপর নির্যাতন, লুটপাটসহ দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা, লুটপাট ও মন্দির ভাংচুরের প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ ও হবিগঞ্জ পুজা উদযাপন পরিষদ। গতকাল শনিবার দুপুরে শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন হবিগঞ্জ ইশকন মন্দিরের অধ্যক্ষ উদয় গৌর দাস ব্রাম্মচারী, হবিগঞ্জ পুজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট অহিন্দ্র দত্ত চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট নলিনি কান্ত রায় নিরু, হবিগঞ্জ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট স্বরাজ বিশ্বাস, যুগ্ম সম্পাদক এডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন। সমাবেশে হবিগঞ্জ ইশকন মন্দিরের অধ্যক্ষ উদয় গৌর দাস ব্রাম্মচারী বলেন, বর্তমান সরকারের আমলে হিন্দুদের উপর সবচেয়ে বেশী নির্যাতন হয়েছে। হবিগঞ্জ পুজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট অহিন্দ্র দত্ত চৌধুরী বলেন, দেশে জাতীয় সংসদ নির্বাচন আসলেই হিন্দুদের উপর নির্যাতন শুরু হয়। তিনি বলেন, হিন্দুরা কারও সম্পত্তি নয়। তিনি সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।