Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গের আভ্যন্তরীন পাকা সড়কগুলোর বেহাল অবস্থা

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং সদরের বড়বাজার তাম্বুলীটুলা হতে ৫/৬নং বাজার পর্যন্ত এবং কাস্টগড় থেকে বালিকা স্কুল ভায়া এলআর সরকারী উচ্চ বিদ্যালয় ও দোকানটুলা থেকে বাবুরবাজারসহ বিদ্যাভূষনপাড়ার সংলগ্ন পাকা রাস্তাগুলো বেহাল দশা দীর্ঘদিন ধরে। পানি নিস্কাশনে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এসব রাস্তা নির্মাণের কিছু দিনের মাথায়ই পানি আটকে ডেমেজ হয়ে কার্পেট ও ম্যাকাডমে ভাঙ্গন ধরে। দিনে দিনে এই ভাঙ্গন অসংখ্যা খানা-খন্দকে পরিণত হয়ে চলাচলের অনুপোযোগি হয়ে পড়েছে। এসব রাস্তা দিয়ে প্রতিদিন হাজার মানুষজন ছাড়াও সুফিয়া মতিন মহিলা কলেজ, এলআর সরকারী উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, মহারতœাপাড়া এসইএসডিপি উচ্চ বিদ্যালয়, বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়, শাহজালাল ও সুশাঈম কেজি স্কুলের হাজার হাজার কোমলমতি ছাত্রছাত্রী যাতায়াত করে থাকে। এ সময় রিক্সা ও ছাত্র বহনের ভ্যানগাড়ী উল্টে পড়ে অহরহ দূর্ঘটনা ঘটে থাকে। আর এসব রাস্তা দিয়ে চলাচলে বিব্রত বোধ করেন সাধারণ মানুষ। এলজিইডিতে তাৎক্ষনিকভাবে মেরামতের কোন ব্যবস্থা না থাকায় এসব ভঙ্গুর রাস্তা একেবারেই বিনষ্ট হয়ে যাচ্ছে। টেন্ডার এর মাধ্যমে পুনরায় রাস্তা সংস্কার করা হলেও নিম্নমানের কাজের ফলে বছর ঘুরতে না ঘুরতেই ওই রাস্তাগুলোতে আবারও ভাঙ্গন ধরে। রাস্তা নিয়ে ভেলকিবাজী এখন ওপেন সিক্রেট। এ ব্যাপারে এলাকার বাসিন্দারা এ প্রতিনিধিকে জানান, বৃষ্টির দিন এলেই রাস্তাগুলোতে পানি জমে থাকে। পায় হেটে চলাফেরা করতে চরম দূর্ভোগ পোহাতে হয়। পানি নিষ্কাশনে ড্রেনেজ সুবিধা বৃদ্ধি না করা হলে এসব রাস্তা টেকশই হবে না। একদিকে গড়বে অন্য দিকে ভাঙ্গবে। জনস্বার্থে দ্রুত এ রাস্তাগুলো মেরামতের জোর দাবী জানান তারা।