Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নাট্যব্যক্তিত্ব নিহারেন্দু কর সড়ক দুর্ঘটনায় নিহত ॥ হবিগঞ্জের সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের শোক

স্টাফ রিপোর্টার ॥ বৃহত্তর সিলেটের প্রবীণ নাট্যব্যক্তিত্ব ও শ্রীমঙ্গল সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি নীহারেন্দু কর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গত শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শ্রীমঙ্গলের কামালপুর নামক স্থানে একটি পিকআপ ভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ ঘটে। তিনি পিকিআপ ভ্যানটির সামনের সিটে বসা ছিলেন। ওই সময় বিপরীত দিক থেকে আসা সিএনজির সাথে সংঘর্ষে পিকআপ ভ্যানটি উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। একই দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় নীহারেন্দু করকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। তার বয়স হয়েছিল ৫৯ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। নীহারেন্দু করের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বৃহত্তর সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। খবর শ্রীমঙ্গলের সর্বস্তরের মানুষ তার শ্রীমঙ্গল শহরের সুরভীপাড়াস্থ বাসভবনে ভীড় জমান। ওইদিন বিকালে তার মরদেহ শ্রীমঙ্গলে নিয়ে আসা হলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। পরে সন্ধ্যায় শ্রীমঙ্গল শহীদ মিনারে সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য তার মরদেহ রাখা হয়। সেখানে বিভিন্ন সামাজিক  সাংস্কৃতিক, রাজনৈতিক, সাংবাদিক ও সাহিত্যসহ সকল অঙ্গনের লোকজন ফুলের তোড়া দিয়ে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।