Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের ভূমিহীনদের সাথে প্রভাবশালীদের মারমূখী অবস্থান

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নের দাউদপুর ও দরবেশপুরের দু’দল লোকের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তীব্র উত্তেজনা বিরাজ করছে। জানা যায়, উপজেলার ওই দুই গ্রামের লোকজনের মধ্যে দাউদপুর মৌজার কয়েক একর পতিত, খেলার মাঠ ও বাড়ি রকম ভূমির মালিকানা নিয়ে ভূমিহীন ও প্রভাবশালীদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত বছরের শুরুতে এক শ্রেনীর প্রভাবশালীরা জোর পূর্বক খেলার মাঠ ও কয়েক একর পতিত ভূমি মালিকানা দাবী করে দখল করে নেয়। অবশিষ্ট ভূমি দাউদপুর দরবেশপুরের ভূমিহীন ও অসহায়রা ঘর বাড়ি তৈরী করে বসবাস করতে থাকে। ভূমিহীনের ২/১টি ঘরে রাতের আধারে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। তবে অজ্ঞাত কারণে এ বিষয়ে কোন মামলা মোকদ্দমা না হলেও উভয় পক্ষের মধ্যে মামলা পাল্টা মামলা অব্যাহত রয়েছে।
গতকাল এলাকায় ঘুরে দেখা যায়, একদল প্রভাবশালী বিভিন্ন মালিকের মৌরসী স্বত্ব জালিয়াতির মাধ্যমে রেকর্ড করিয়ে মালিক সেজেও যায়গা আত্মসাতের অভিযোগও রয়েছে অহরহ। অসহায় ভূমিহীনদের দখলীয় ঘর বাড়িতে হামলা ও জায়গা দখলের ষড়যন্ত্রে ওই দুই গ্রামের প্রভাবশালীরা দিন দুপুরেই দেশীয় অস্ত্র তৈরীতে ব্যস্ত। অপর দিকে ভূমিহীন লোকজনও জরুরী মিটিং ডেকে প্রতিরোধের প্রস্তুতি নেয়। উভয় পক্ষের মধ্যে সৃষ্ট বিরোধের নিস্পত্তি করার লক্ষ্যে গত বছর উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ একাধিক বার চেষ্টা করেও প্রভাবশালীদের এক গোয়েমীর কারণে সমাধান হয়নি। এতে বিরোধ তীব্রতর হয়ে উঠছে। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন সচেতন নাগরিক সমাজ। অন্যতায় রক্তয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ার আশংকা করছেন এলাকাবাসী।