Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

এমপি আব জাহির দ্বৈত ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত

স্টাফ রিপোর্টার ॥ এমপি আব জাহির দ্বৈত ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে। গত শনিবার রাতে শহরের স্থানীয় আরডি হল ব্যাডমিন্টন মাঠ প্রাঙ্গনে এ ফাইনাল খেলা অনুষ্টিত হয়। খেলায় চ্যাম্পিয়ান হন হবিগঞ্জ ব্যাডমিন্টন ক্লাব-২ এর পক্ষে রকি ও বাপ্পী এবং রানার্সআপ হন হবিগঞ্জ ব্যাডমিন্টন ক্লাব-১ এর পক্ষে শিবলু ও শিশির। খেলায় বিভিন্ন জেলা থেকে ৩২টি দল অংশগ্রহণ করে। খেলা পরিচালনা করেন সন্তোষ দেবনাথ। পরে প্রতিযোগীদের পুরস্কার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। প্রাক্তন খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি এডঃ পূণ্যব্রত চৌধুরী বিভূ’র সভাপতিত্বে ও হবিগঞ্জ ব্যাডমিন্টন ক্লাবের সাধারণ সম্পাদক এডঃ ছগীর আহমেদ সাজ্জাদ’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম। এতে বক্তব্য রাখেন, টুর্ণামেন্ট কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার ফনি ভূষন দাশ, ফেমা সভাপতি এডঃ বশির আহমেদ দুলাল, প্রাক্তন খেলোয়াড় কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক সফিউল আলম সাফি, হবিগঞ্জ ব্যাডমিন্টন ক্লাবের সহ-সাধারণ সম্পাদক প্রভাষক মুর্শেদ কামাল।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির এই টুর্ণামেন্টটি আগামী বছর থেকে গোল্ডকাপ টুর্ণামেন্ট হবে বলে ঘোষণা দেন।
আলোচনা সভা শেষে চ্যাম্পিয়ান দলকে ১টি ফ্রিজ ও রানার্সআপ দলকে ১টি ২১ ইঞ্চি রঙ্গিন টেলিভিশন পুরস্কার প্রদান করা হয়।