Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শিক্ষার আলোয় মানুষকে প্রকৃত মানুষে পরিণত করে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-সিলেট জেলার নারী আসনের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন- বর্তমান সরকার শিক্ষাকে ২০২১ সালে হাতিয়ার হিসাবে গ্রহন করেছেন। প্রতিটি ধর্মে যেমন শিক্ষা গ্রহনকে উৎসাহিত করেছে ঠিক একইভাবে রাষ্ট্রিয় নীতিতে শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে। আসুন আমরা প্রকৃত শিক্ষায় আলোকিত হয়। তিনি বলেন, ধর্মীয় উৎসবে আইনশৃঙ্খলার উন্নয়নে সরকার যুগান্তকারী পদক্ষেপ পালন করছে। এতে করে প্রতিটি ধর্মের প্রতিটি  উৎসব নির্বিঘেœ পালন করতে কোনো সমস্যা হচ্ছে না।
গতকাল রোববার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ইনাতগঞ্জ বাজার নীজ আগনায় সরস্বতি পূজায় প্রধান অতিথি’র বক্তব্যে এমপি কেয়া চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন। এতে বক্তৃতা করেন-ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল মালিক, ইউনিয়ন সেক্রেটারী মজিবুর রহমান, মোহাম্মদ মহিবুর রহমান, যুবলীগ সভাপতি জামাল মিয়া, ওয়াহিদ মিয়া, রাকিল হোসেন, আব্দুর রশীদ চৌধুরী, রতিন্দ্র সরকার, কৃষ্ণ সরকার, পূজা কমিটি সভাপতি ভৈরব সরকার প্রমুখ। আলোচনা শেষে অতিথিদের নিয়ে এমপি কেয়া চৌধুরী শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন। এ সময় শত শত লোকজন উপস্থিত ছিলেন।