Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে পেট্রোল বোমায় ট্রাক ভস্মিভূত ॥ ক্ষতি ৪ লাখ টাকা ॥ অবিষ্ফোরিত বোমা উদ্ধার

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে ইউএনও গাড়ী ভাংচুরের ২দিনের মাথায় এবার ট্রাকে পেট্রোল বোমা। ট্রাক বসিভূত। ক্ষতি প্রায় ৪লক্ষাধিক টাকা। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে বানিয়াচং সদরের ছিলাপাঞ্জা নামকস্থানে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে সিমেন্ট নিয়ে বড়বাজার আসছিল একটি ট্রাক। যার নাম্বার ঢাকা মেট্রো-ট-১৬-৪০৯০। ট্রাকটি বড়বাজারে মালামাল নামিয়ে দিয়ে হবিগঞ্জ ফিরছিল। ট্রাকটি ছিলাপাঞ্জা নামকস্থানে পৌছুলে ১০/১৫ জনের একদল দুষ্কৃতিকারী রাস্তায় ব্যারিকেড দিয়ে ট্রাকটির গতি রোধ করে। এসময় ট্রাকের ড্রাইভার নবীর হোসেন ও হেলপার সাইফুলকে টেন হেচড়ে নিচে নিয়ে এসে বেধড়ক মারপিঠ করে। এসময় তাদের কাছে থাকা নগদ প্রায় ৩০ হাজার টাকা লুটে নেয় দুর্বৃত্তরা। পরে ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। মুহুর্তের মধ্যেই ট্রাকটিতে আগুন ধরে যায়। তাদের শোর চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নিভানোর চেষ্টা চালায়। খবর পেয়ে বানিয়াচংয়ের ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। এরই মধ্যে ট্রাকের সামনে ড্রাইভারের বসার সীটসহ ট্রাকটি অধিকাংশ অংশ পুড়ে যায়। ঘটনার পর পরই বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলী, ওসি (তদন্ত) বিশ্বজিত দেবসহ বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে ওসি (তদন্ত) বিশ্বজিত দেব জানান, ঘটনাস্থল থেকে একটি অবিষ্ফোরিত পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে সব ধরনের কৌশল অবলম্বন করে রাতেই অভিযান শুরু হয়েছে বলেও তিনি জানান। এ দিকে ট্রাকটি আগুনের পুড়ে যাওয়ার খবর পেয়ে রাতেই বানিয়াচং ছুটে আসেন ট্রাকের মালিক শায়েস্তাগঞ্জ থানার কদমতলী গ্রামের হাজ্বী আছকত আলী। ঘটনাস্থলে পৌছে পুড়ে যাওয়া ট্রাকটি দেখে বিমূর্ষ হয়ে পড়েন। এসময় তিনি এ প্রতিনিধিকে জানান, আগুনে ট্রাকের অধিকাংশ পুড়ে গেছে। ট্রাকটি পুনরায় মেরামত করতে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা ব্যয় হবে বলেও তিনি জানান। রাত ১টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।