Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে যৌতুকের জন্য নির্যাতিত গৃহবধুকে অজ্ঞান অবস্থায় উদ্ধার

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ যৌতুকের দাবী পুরণ না করায় স্বামীর নির্যাতনের শিকার এক গৃহবধুকে পুলিশ অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে নবীগঞ্জ উপজেলার জালাল সাপ গ্রামে।
পুলিশ ও অভিযোগ সূত্রে  জানা যায়, প্রায় ৫ বছর পূর্বে জগন্নাথপুর উপজেলার স্কুল শিক্ষক আব্দুল আলমের কন্যা আমিনা আক্তার রুবি (২৩) এর নবীগঞ্জ উপজেলার জালালসাপ গ্রামের মৃত মদরিছ মিয়ার পুত্র মোজাক্কির হোসেনের সাথে। বিয়ের পর বিদেশ যাবার জন্য রুবি তার পিতার নিকট থেকে ৪ লাখ টাকা এনে দেয় স্বামী মোজাক্কিরকে। পরে সে বিদেশ থেকে দেশে ফিরে আসে। ইদানিং মোজাক্কির আরো ১ লাখ টাকা পিত্রালয় থেকে এনে দেবার জন্য রুবির উপর চাপ সৃষ্টি করে। এতে রুবি অপারগতা প্রকাশ করলে তার উপর শুরু হয় নির্যাতন। গত ৪ দিন ধরে তাকে অনাহারে রেখে অমানুষিক নির্যাতন চালানো হয়। খবর পেয়ে রুবির ভাই রুবেল গতকাল গোপলার বাজার তদন্ত কেন্দ্রে উপস্থিত হয়ে অভিযোগ দায়ের করে। এর প্রেক্ষিতে রাত ৯ টার দিকে তদন্ত কেন্দ্রের ইনচার্জ আরিফ উল্লাহ পুলিশ নিয়ে মোজাক্কিরের বাড়িতে অভিযান চালায়। এ সময় ঘরের একটি কক্ষে অজ্ঞান অবস্থায় পড়ে থাকা রুবিকে পুলিশ উদ্ধার করে।