Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ২১টি বিদ্যালয়ের অংশ গ্রহণে ক্রিড়া প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে কুর্শি ইউনিয়নের ২০ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অংশ গ্রহণে ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে বাংলাবাজারস্থ উত্তর এনাতাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ। বিশেষ অতিথি ছিলেন, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার ও হবিগঞ্জ এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি এম এ বাছিত। বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সমবায় বিষয়ক সম্পাদক মোঃ আবদুল মজিদের সঞ্চালনায় বক্তব্য দেন, তাহিরপুর বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র গোপ, বাজকাশারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরপদ রায়, এনাতাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিল্পী রাণী দাশ, সমরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীরা রায়, কুর্শি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীমা রায় প্রমূখ। আয়োজিত প্রতিযোগিতায় মোট ৪৮ ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মোট ১৪৪টি পুরস্কার দেয়া হয়। উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ছাড়াও বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।