Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরে ৩ শীর্ষ পুলিশ কর্মকর্তার বাসভবন লক্ষ্য করে দুর্বৃত্তদের কয়েকটি ককটেল নিক্ষেপ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্র্বৃত্তরা। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, শহরের শিরিষতলার পাশে অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলামের বাসভবনের সামনের গেইটে দু’টি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্র্বৃত্তরা। একই সময়ে তিনকোণা পুকুরপাড় এলাকায় সহকারী পুলিশ সুপার (দক্ষিণ) সাজ্জাদ ইবনে রায়হান ও সহকারী পুলিশ সুপার উত্তর সাজেদুর রহমানের বাসভবন লক্ষ্য করে মুখোশধারী দুর্র্বৃত্তরা তিনটি ককটেল নিক্ষেপ করে। এতে ভবনের নিচতলার জানালার গ্লাস ভেঙে যায়। দুর্র্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় প্রধান সড়কে আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে ভবনের নিচতলার একটি কক্ষের জানালার গ্লাস ভেঙে যায়।
প্রত্যক্ষদর্শী চা বিক্রেতা আব্দুল জলিল জানান, মুখোশধারী দুই দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে সহকারী পুলিশ সুপার সাজ্জাদ ইবনে রায়হানের (দক্ষিণ) বাসভবন লক্ষ্য করে তিনটি ককটেল নিক্ষেপ করে। পরে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় প্রধান সড়কে আরও একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এসময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করেও একটি ককটেল নিক্ষেপের হুমকি দেয়। আব্দুল জলিল আরও জানান, মোটরসাইকেলটির নম্বর প্লেট কাপড় দিয়ে মোড়ানো ছিল। সহকারী পুলিশ সুপার (দক্ষিণ) সাজ্জাদ ইবনে রায়হান জানান, এ ঘটনায় মামলা দায়েরে করা হয়েছে।