Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে অর্থনৈতিক জোন গঠনে জেলা প্রশাসকের মতবিনিময়

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের চান্দপুর চা বাগানে সরকারি জমিতে অর্থনৈতিক জোন গঠনের লক্ষ্যে গতকাল শুক্রবার বিকেলে উপজেলা সভাকক্ষে চা শ্রমিক নেতৃবৃন্দের পঞ্চায়েত সভাপতি, সেক্রেটারি, চা শ্রমিক নেতা ও চা শ্রমিক ইউনিয়নের নেতবৃন্দের সাথে জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন মতবিনিময় করেছেন। সভায় চা শ্রমিক ইউনিয়নের লস্করপুর ভ্যালী যুগ্ম সাধারণ সম্পাদক নুপেন পাল, চা শ্রমিক নেতা কাঞ্চন পাত্র, স্বপন সাওতাল, কালা দেব ও বাগান পঞ্চায়েতবৃন্দ চা শ্রমিকদের বিভিন্ন দাবী ধাওয়া এবং সুবিধা অসুবিধা নিয়ে বক্তব্য রাখেন। সভায় জেলা প্রশাসক চা-শ্রমিকদের বিভিন্ন দাবী ধাওয়ার ব্যাপারে একমত পোষন করেন। সভায় চা-শ্রমিকরা অর্থনৈতিক জোন গঠনে সকল সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া আগামী কিছু দিনের মধ্যে চান্দপুর ও বেগমখান চা বাগানে একটি সমাবেশ করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলেও জানানো হয়।
সভায় জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদিন, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, উপজেলা পরিষদ চেযারম্যান মোঃ আবু তাহের, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর, সহকারি পুলিশ সুপার সাজ্জাদ ইবনে রায়হান, ওসি অমুল্য কুমার চৌধুরী, দেওরগাছ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামছুননাহার, পাইকপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ ওয়াহেদ আলী মাষ্টার, রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি হাছান আলী, প্রধান শিক্ষক সত্যেন্দ্র চন্দ্র দেব প্রমুখ।