Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সাধু বাবা তিরোধান উৎসব পালিত

বরুন সিকদার ॥ ব্যাপক উৎসাহ উদ্দীপনার আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো মহাপুরুষ শ্রী শ্রী ধীরেন্দ্র চক্রবর্তীর (সাধু বাবা)  তিরোধান উৎসব। প্রতি বছরের ন্যায় এবারও (সাধুবাবার মানবলীলা সংবরন দিন)  মাজার প্রাঙ্গনে ছিল নানা আয়োজন।  গতকাল শুক্রবার শহরের শ্যামলী এলাকায় সাধু বাবার মাজার প্রাঙ্গণে ভক্তদের ঢল নামে। সকালে ভোগ আরতীর মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের শুরু হয়। পরে মাজার প্রাঙ্গণে ভক্তদের আগমনের পাশাপাশি চলে গীতা পাঠ, ভক্তিমূলক গানের আসর, নামকীর্ত্তন, পালা কীর্ত্তন, আলোচনা সভা, প্রসাদ বিতরণ সহ  আধ্যাত্মিক গানের আসর। ভক্তদের মনকামনা পূরনের আশায় মাজার প্রাঙ্গনে প্রদীপ প্রজ্বলন ও নানান ধরণের দীনা প্রদান করেন। সকাল থেকে শুরু হয়ে সারা রাত পর্যন্ত অনুষ্ঠান চলে। এদিকে রাতের বেলায় মাজার প্রাঙ্গণে বাউল ভক্তরা জমিয়ে তুলেন গানের  আসর। মেলার সার্বিক নিরাপত্তা বিধানে পুলিশ প্রসাশন তৎপর ছিল। অনুষ্ঠানকে কেন্দ্র করে মাজার প্রাঙ্গণের আশপাশের এলাকায় বসে বিভিন্ন পসরার দোকান। বিজ্ঞ জনদের মতে, সাধু বাবার কাছে সকল ধর্মের লোক ছিল সমান। তিনি ছিলেন অসাম্প্রদায়িক ও আধ্যাত্মিক মনের মানুষ। তার জিবনী থেকে জানা যায়, সদর উপজেলার লুকড়া ইউনিয়নের আসারার ধল গ্রামের ব্রাহ্মণ ও জমিদার পরিবারে পিতা লক্ষী নারায়ন চক্রবর্তী মাতা তমর্সানবা ঘরে ১৩২৫ বাংলার ১৬ ফাল্গুন শুক্রবার শিব চর্তুদশী তিথিতে তিনি জন্মগ্রহণ করেন। ধল গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শেষে প্রবেশিকা (উচ্চ মাধ্যমিক ) পর্যন্ত  লেখাপড়া করেন। চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন ছোট। ছোট বেলা থেকেই তিনি যেন অনেকটা আধ্যাত্মিক জগতের মানুষ ছিলেন। সংসার বিরাগী ও চিরকুমার ধীরেন্দ্র চক্রবর্তী যৌবন কালের বেশীর ভাগ সময় হবিগঞ্জের বিভিন্ন স্থানে কাটান।  এসময় সাধুবাবার অনেক অলৌকিক ঘটনার প্রকাশ পায় বলে জনশ্র“তি আছে।