Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ ॥ ১৯ জনকে আসামী করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে গভীর রাতে হবিগঞ্জগামী ট্রাকে ভাংচুর ও পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তা। এতে পণ্য বোঝাই ট্রাকের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের বানিয়াচং সদরের পাড়াগাও ব্রীজের কাছে এ ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, ট্রাকটি পাড়াগাও মেসার্স অটো রাইছ মিল হতে ধানের তুষের তৈরী কয়েল বোঝাই করে হবিগঞ্জ যাবার পথে ওই স্থানে ১৫/২০ জনের একদল দুর্বৃত্ত ট্রাকে ভাংচুর ও পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নি সংযোগের চেষ্টা করে। এ ঘটনায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে ১৫ (ক) ধারায় ১৯ জনকে আসামী করে এসআই আমিনুল হক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এদিকে অবরোধের ১৬তম দিনও সরকারী দল ও ২০ দলীয় জোটের কর্মীদের মধ্যে উত্তেজনার মধ্য দিয়ে কেটেছে।
মামলার আসামীরা হচ্ছে-জনাব আলী কলেজ ছাত্রদল সভাপতি সোহেল মিয়া, ইকবাল হোসেন নিপ্পন, এনামুল হক বাদশা, রুমন, ইলিয়াছ মিয়া, সালাউদ্দিন ফারুক, রাসেল, মোজাম্মেল খান, রাসেল মিয়া, রাজু খান, সাইফুল ইসলাম সোহেল, এমদাদুল ইসলাম রকি, বুলবুল মিয়া, সাদেরুজ্জামান খান জুসেফ, সাইফুল ইসলাম ঝিলকী, মুরাদ মিয়া, এনামুল হক, মিলন খান ও জীবন আহমেদ লিটন।
গত মঙ্গলবার দিবাগত গভীর রাতেও বানিয়াচং থানার এসআই মধুসুদন দত্তের নেতৃত্বে একদল পুলিশ উপজেলা সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উপজেলা ছাত্রশিবির (উত্তর) এর সভাপতি এনামুল হক, ১নং ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুতিউর রহমান মুতি সহ গত দু’দিনে ৫ জনকে গ্রেফতার হয়েছে।