Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সাংবাদিক এম এ মজিদের সৌদি গমণ

স্টাফ রিপোর্টার ॥ দিগন্ত টিভি ও দৈনিক নয়া দিগন্তের হবিগঞ্জ প্রতিনিধি এবং বাংলাদেশ মানবাধিকার কমিশনের হবিগঞ্জ জেলা শাখার সেক্রেটারী এডভোকেট এম এ মজিদ তার মাকে নিয়ে পরিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমণ করেছেন। গতকাল বুধবার রাত ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল (রহঃ) আন্তর্জাতিক বিমান বন্দর থেকে এমিরাটস্ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশ ত্যাগ করেন। পবিত্র মক্কা-মদিনায় ওমরা পালন শেষে তিনি দেশে ফিরবেন। সময় স্বল্পতার কারণে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও সহকর্মীদের সাথে দেখা করতে পারেননি বলে সকলের নিকট দুঃখ প্রকাশ করে সকলের দোয়া কামনা করেন।
হবিগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে
ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগমের মতবিনিময়
প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা করেছেন ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগম। গতকাল বুধবার হবিগঞ্জ পৌরভবনের সভাকক্ষে সকাল ১০ টায় ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পিয়ারা বেগম বলেন, হবিগঞ্জ পৌরসভায় নাগরিক সেবার মান উন্নত করতে সকল কর্মকর্তা-কর্মচারীকে যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। তিনি বলেন, ভারপ্রাপ্ত মেয়র হিসেবে নতুন দায়িত্ব পাওয়ার ফলে সকলের সহযোগিতা আমার জন্য প্রয়োজন। সকলের আন্তরিকতা ও সম্মিলিত প্রচেষ্টায় হবিগঞ্জ পৌরসভার উন্নয়ন ও সেবা আরো গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌরসচিব নুর আজম শরীফ, নির্বাহী প্রকৌশলী মধুসুদন দাস, পৌরকর্মচারী সংসদের সভাপতি সিদ্ধার্থ বিশ্বাসসহ অন্যান্যরা।