Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে দু’ছাত্রীকে ইভটিজিং বখাটের ১০ হাজার টাকা জরিমানা

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার চৌমুহনী খুরশিদ স্কুল এন্ড কলেজের ছাত্রীদের ইভটিজিং এর অভিযোগে এক বখাটে যুবককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭দিনের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ রায় প্রদান করেন।
পুলিশ সূত্রে জানা যায়, ওই দিন দুপুরে উপজেলার চৌমুহনী খুরশিদ স্কুল এন্ড কলেজের জনৈক দু’ছাত্রী বাড়ী থেকে কলেজে যাওয়ার পথে চৌমুহনী ব্রীজের কাছে বহরা ইউনিয়নের আশ্রবপুর গ্রামের ছায়েব আলীর বখাটে ছেলে জামাল মিয়া (২০) তাদের যৌন হয়রানী করে। তাদের শোর-চিৎকারে পাশের লোকজন জড়ো হয়ে জামালকে আটক করে কলেজের অধ্যক্ষের কাছে নিয়ে যায়। পরে খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাড়িঁর ইনচার্জ এস.আই আনোয়ার বখাটে জামালকে গ্রেফতার করে সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম ভ্রাম্যমান আদালত বসিয়ে জামালকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনে কারাদন্ড প্রদান করেন। রাতে জামালের আত্মীয়-স্বজন জরিমানার টাকা পরিশোধ করলে তাকে ছেড়ে দেয়া হয়।