Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরের জগদীশপুরে ১০ গ্রামের প্রতিবাদ সভা

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের মীর্জাপুর গ্রামের কৃষক আশ্রাফ উদ্দিন হত্যার বিচারের দাবিতে ১০ গ্রামের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে জগদীশপুর প্রাইমারি স্কুল মাঠে বিশিষ্ট মুরুব্বি সফিকুল ইসলাম ফারুকের সভাপতিত্বে ও এখলাছ ভূইয়ার পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জগদীশপুর ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, মাওলানা আলা উদ্দিন, মহিবুর আলী, জয়নাল আবেদিন, আব্দুল কদ্দুছ বেনু মেম্বার, মহিবুল্লাহ মিয়া, আব্দুর রহিম, আবু তাহের মেম্বার, মোজাহিদুল ইসলাম, আদম খা মেম্বার, সৈয়দ গিয়াসুল হোসেন প্রমুখ। সভায় মীর্জাপুর, বেলঘর, নারায়নপুর, চারাভাঙ্গা, জগদীশপুর, সন্তোষপুর, বড়দাকান্দিসহ আশাপাশের ১০ গ্রামের কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ২ মাস অতিবাহিত হলেও কৃষক আশ্রাফ উদ্দিন হত্যাকান্ডের মূল আসামীরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে অথচ পুলিশ তাদেরকে গ্রেফতার করছে না। এছাড়া বাদীকে মামলা তুলে নেয়ার জন্য বিভিন্নভাবে হুমকি প্রদান করছে আসামীরা। বক্তারা এলাকার সন্ত্রাস দমনে যে কোন পরিস্থিতি ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার জন্য সকলের প্রতি আহবান জানান। এছাড়া কোন ব্যক্তি এলাকায় এসে সন্ত্রাসমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়লে সম্মিলিতভাবে তা প্রতিরোধের ঘোষণা দেয়া হয়।
উল্লেখ্য, গত ১২ জুন বিকেলে স্থানীয় কিছু দুর্বৃত্ত প্রকাশ্যে মীর্জাপুর গ্রামের কৃষক আশ্রাফ উদ্দিনকে (৫০) খুন করে। এ ঘটনার পর নিহতের ছেলে জামাল মিয়া বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।