Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কমান্ড্যান্ট মানিক চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে উপজেলার রাজরানী সুভাষিনী বালিকা উচ্চ বিদ্যালয় ও বানিয়াচং উপজেলার সন্দলপুর বিসি উচ্চ বিদ্যালয়ের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে গতকাল কমান্ড্যান্ট মানিক চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। এ উপলক্ষে দুটি বিদ্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, কমান্ড্যান্ট মানিক চৌধুরী একজন সৎ ও দেশপ্রেমিক সাহসী এক ভাষা সৈনিক ও বীরমুক্তিযোদ্ধার নাম। যিনি বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর হিসেবে বাঙ্গালী জাতিসত্তার সাথে জড়িত প্রতিটি গণআন্দোলনে অগ্রনী ভুমিকা পালন করেন ও একাধিকবার কারাবরণ করেন। ৫২ ভাষা আন্দোলনে ছাত্র অবস্থায় তিনি প্রথম কারাবরণ করেন। এছাড়াও  মহান মুক্তিযুদ্ধে বৃত্তর সিলেটের বিভিন্ন অঞ্চলে বীরত্বপূর্ন অবদানের  জন্য বেসামরিক ব্যক্তি হিসেবে ‘কমান্ড্যান্ট’ পদবীতে ভুষিত হন। প্রচারবিমুখ রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা কমান্ড্যান্ট মানিক চৌধুরীর জীবনআদর্শকে ধরে রাখতে বিগত সাত বছর যাবৎ হবিগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই বৃত্তি প্রদান করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২০১৫ সালে কমান্ড্যান্ট মানিক চৌধুরী শিক্ষা বৃত্তি এবার নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী রাজরানী সুভাষিনী ও বানিয়াচং উপজেলার সন্দলপুর বিসি উচ্চ বিদ্যালয়ের ২০জন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি, ক্রেষ্ট, শিক্ষা উপকরন ও তার জীবনবৃত্তান্ত প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা সৈয়দ আফরোজ বখত এডভোকেট, চৌধুরী আব্দুল হাই বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য, সাবেক অধ্যক্ষ অধ্যাপক ইকরামুল ওয়াদুদ, কমান্ড্যান্ট মানিক চৌধুরীর কন্যা কেয়া চৌধুরী এমপি, মরহুম কমান্ড্যান্ট মানিক চৌধুরী স্ত্রী রোকেয়া বেগম, কালিপ্রশন্ন দাস, হায়দার আলী, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল হবিগঞ্জ, এডভোকেট এ.এফ.এম.খাইরুল ইসলাম খোকন, এডভোকেট মোহাম্মদ আব্দুল কাউয়ূম, এডভোকেট প্রশেনজিৎ আওয়ামীলীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান ইমদাদুল হক চৌধুরী, ফরহাদ আহম্মেদ, প্রধান শিক্ষক শাহ মুশাহিদ আলী প্রমুখ।