Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটের চা বাগানে ব্যাংকার পাওয়ার গুজব

চুনারুঘাট প্রতিনিধি ॥ ব্যাংকার পাওয়ার গুজবে আতংক ছড়িয়ে পড়েছিল চুনারুঘাটের আমু চা বাগানে। এসময় উৎসুক মানুষের ভীড়ও লক্ষ্য করা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হবিগঞ্জের পুলিশ সুপারসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। পরে জানা গেল পুরাতন একটি বাংলোয় গর্ত করে চুরেরা পাইপ কেটে নিয়ে গেছে।
গতকাল শনিবার সকালে ডানকান ব্রাদার্সের মালিকানাধীন উপজেলার আমু চা বাগানের একটি পুরাতন (পরিত্যক্ত) বাংলোয় চা শ্রমিকরা একটি বড় আকারের গর্ত দেখতে পায়। মুহুর্তেই বিষয়টি ছড়িয়ে পড়ে চা বাগানের শ্রমিকসহ সর্বমহলে। গর্তে ব্যাংকারের সন্ধান পাওয়া গেছে এমন খবরে ঘটনাস্থলে যান স্থানীয় চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র ও চুনারুঘাট থানার ওসি অমুল্য কুমার চৌধুরী। বাগান কর্তৃপক্ষের সহযোগিতায় পুলিশ গর্তে তল্লাশী করে কোন কিছু পায়নি। তবে ঐ গর্তের পাশ থেকে পরিত্যক্ত পাইপ চোরেরা কেটে নিয়ে গেছে বলে দেখতে পায়। এঘটনায় আতংকের পাশাপাশি উৎসুক মানুষের ভীড়ও জমে যায়। এ সময় উৎসুক জনতাকে জানিয়ে দেওয়া হয় গর্তে কোন কিছু নেই। সবই ছিল গুজব।