Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পুলিশ সুপারের বাসার সামনে ককটেল বিস্ফোরণ ॥ ৩ পথচারী আহত ॥ আটক ৯

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পুলিশ সুপারের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গোলাম কিবরিয়া ঝলক নামে এক ছাত্রদল এক নেতাসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে শহরের শায়েস্তানগর এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। আটক ঝলক হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদলের আহ্বায়ক। স্থানীয়রা জানায়, দুপুরের দিকে শহরের প্রধান সড়কের শায়েস্তানগর এলাকায় পুলিশ সুপারের বাসভবনের ফটক লক্ষ্য করে দু’টি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। একটি ককটেল বিস্ফোরিত হয়ে আল আমিন চৌধুরী (২৭) নামে এক মোটরসাইকেল আরোহীকে আঘাত করলে তিনি মাথায় প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হন। তাৎক্ষণিক হবিগঞ্জ সদর থানা পুলিশ আল আমিনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে সিলেট এম এ জি উসমানি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে, বিস্ফোরণের ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে শায়েস্তানগর এলাকার নিজ বাসা থেকে জিকে ঝলককে আটক করা হয়। ঘটনার পর পরই পুলিশ সুপারের বাসভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় বসানো হয়েছে সিসি ক্যামেরা। এদিকে শায়েস্তাগঞ্জের ঢাকা সিলেট মহাসড়কের অলিপুর মোড়ে বিএনপির নেতাকমীরা রাত ৯টার দিকে কয়েকটি বাস, ট্রাক ব্যাপক ভাংচুর চালায়। পরে রাস্তায় আগুন দিয়ে অবরোধ করে রাখে বিএনপির নেতাকমীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছুলে অবরোধকারীরা পালিয়ে যায়।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার দক্ষিণ সাজ্জাদ ইবনে রায়হান জানান, ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছাত্রদলের এক নেতাকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে রাতে ঘটনার সাথে জড়িত থাকার অভিযাগে পুলিশ শহরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এনামুল হক খান সুমন, (১৮) আমিনুল ইসলাম (১৮), মোস্তফা মিয়া (৪২), আব্দুল হক (৩০), রিপন হোসেন (২৫), রবিউল হোসেন (২৬) সহ ৯জনকে আটক করে।