Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ পৌরসভার নাগরিকগণ যেন উন্নয়ন বঞ্চিত না হয় সেদিকে পৌর পরিষদকে সজাগ থাকতে হবে-এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র, পৌর পরিষদের সদস্যবৃন্দ ও পৌর কর্মচারী সংসদের নেতৃবৃন্দ। গতকাল রাত সাড়ে ৯ টায় সংসদ সদস্যের বাসভবনে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে পৃথক পৃথক ফুলের তোড়া পৌরপরিষদ ও পৌর কর্মচারী সংসদের পক্ষ থেকে এডঃ মোঃ আবু জাহির এমপি’র হাতে তুলে দেয়া হয়। সৌজন্য সাক্ষাতকালে এডভোকেট মোঃ আবু জাহির এমপি পৌর পরিষদের সদস্যবৃন্দ ও পৌরসভার কর্মচারী সংসদের নেতৃবৃন্দের উদ্দেশ্যে সংক্ষেপে বিভিন্ন দিক নিদের্শনা তুলে ধরেন। তিনি বলেন পৌরসভা একটি জনসেবামুলক প্রতিষ্ঠান। পৌরসভার নাগরিকগন যাতে কোনভাবেই উন্নয়ন অথবা সেবা বঞ্চিত না হন সে দিকে সকলকে বিশেষভাবে সজাগ থাকতে হবে। মোঃ আবু জাহির এমপি বলেন নতুন ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগম এবং পরিষদের সকল সদস্যকে আন্তরিকতা ও সমন্বয়সাধনের মধ্য দিয়ে পৌরসভার কর্মকান্ডকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন পৌরসভার বিদ্যুত, পানি, পরিচ্চছন্নতা, পানি নিস্কাশন, মশক নিধন, অবকাঠামো উন্নয়নসহ সকল কর্মকান্ডে গতিশীলতা আনতে সবাইকে যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। উন্নয়ন ও নাগরিক সেবা প্রদানে কোন প্রকার অবহেলা করা যাবে না। সৌজন্য সাক্ষাতকালে ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগম ছাড়াও কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ জাহির উদ্দিন, দিলীপ দাস, গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, মোঃ আলমগীর, সালমা আক্তার চৌধুরী ও সৈয়দা লাভলী সুলতানা। কাউন্সিলদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্যে দিলীপ দাস হবিগঞ্জ পৌরসভার উপদেষ্টা ও অভিভাবক হিসেবে পৌরসভার সকল কর্মকান্ডে এডভোকেট মোঃ আবু জাহির এমপি’র সহযোগিতা কামনা করেন। সাথে সাথে তিনি হবিগঞ্জে মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নেয়ায় সংসদ সদস্য ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।