Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

এমপি কেয়া চৌধুরী’র চেষ্টায় বাহুবল উপজেলা হাসপাতালে তিন ডাক্তারসহ ৪ জনের যোগদান

স্টাফ রিপোর্টার ॥ এমপি কেয়া চৌধুরী বলেছেন- বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন করে ডাক্তার নিয়োগ করেছে। তাই স্বাস্থ্যসেবায় পরিবর্তন আসছে। তিনি বলেন- আমি দায়িত্ব নেয়ার পূর্বে বাহুবল উপজেলা হাসপাতালের অবস্থা ছিল করুণ। এ হাসপাতালের অবস্থা পরিবর্তনের জন্য এখানে এসেছি। তিনি বলেন- ইতিমধ্যে একজন সার্জারী ও একজন নিউরোলজি ডাক্তার কাজে যোগ দিয়েছেন। শিশু রোগ ডাক্তার অচিরেই যোগদান করবেন। তিনি বলেন- এক্সরে মেশিন থাকলেও লোকবলের কারণে চালু হচ্ছিল না। এখন একজন ট্রেকনিশিয়ান এসেছেন। এতে করে উপজেলাবাসীর স্বাস্থ্যসেবা আরো এগিয়ে যাবে।
বুধবার বাহুবল উপজেলা হাসপাতালের মাসিক উন্নয়ন সভায় সভাপতির বক্তব্যে হবিগঞ্জ-সিলেট জেলার নারী আসনের এমপি ও আওয়ামীলীগ কেন্দ্রীয় সহ-সম্পাদক উপজেলা হাসপাতাল পরিচালনা কমিটি’র সভাপতি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এসব কথা বলেন।
এতে উপস্থিত থেকে মতামত ব্যক্ত করেন-উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হক, থানার ওসি আলী ফরিদ আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এম সোলায়মান খান, আবুল হাশিম, বশির আহমেদ, প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, বারীন্দ্র চন্দ্র রায়, ডাঃ বাবুল কুমার দাশ, ডাঃ আব্দুর রব মোল্লা, মলিক আহম্মেদ ও মধুমিতা ভান্ডারী প্রমুখ।