Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় মেয়র জি কে গউছ ॥ গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার রার আন্দোলনে সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজলের সভাপতিত্বে ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মিয়া মোঃ ইলিয়াছ এবং সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ।
সভায় মেয়র জি কে গউছ বলেন- ৭ নভেম্বরের চেতনা ধারণ করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার রার চলমান আন্দোলনে সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে। তিনি বলেন- ৭ নভেম্বর আমাদের জাতীয় জীবনে এক ঐতিহাসিক দিন। সেদিন সিপাহী-জনতা স্বতঃস্ফূর্ত বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদী শক্তির সব ষড়যন্ত্র ও চক্রান্ত নস্যাৎ করে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রা করেছিল।
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা শ্রমিক দলের সভাপতি এম ইসলাম তরফদার তনু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী ও এডঃ হাজী নুরুল ইসলাম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বজলুর রহমান, জেলা যুবদল নেতা ওয়াহিদুর রহমান তালুকদার, এম এ মন্নান, আব্বাছ উদ্দিন, কাউন্সিলর জুনায়েদ আহমেদ, মুজিবুর রহমান, আবুল হাসেম জুয়েল, সাইফুল ইসলাম জুয়েল, শফিকুর রহমান সিতু, শাহ আলম, মোর্শেদ আলম সাজন, হেলাল আহমেদ টিপু, নাছির উদ্দিন মাহীন, এডঃ সবুজ, গাজী আক্তার, শেখ মামুনুর রশিদ, আহমেদ জামান খান শুভ, আবুল কালাম সুমন, মুনসুর হাসীন, মামুন মিয়া, জামাল, রিপন, শাহেদ আলী রিপন, মনোহর আলী খান প্রমুখ।