Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের বিবিয়ানা সাহিত্য পরিষদ ২০ বিশিষ্ঠ ব্যক্তিকে সম্মাননা দিয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ কসবায় বিবিয়ানা সাহিত্য পরিষদ নবীগঞ্জ-এর উদ্যোগে গতকাল শনিবার যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও সাংবাদিক আবুল কালাম আজাদ ছোটনকে “নবীগঞ্জ রতœ২০১৫” সম্মাননা প্রদান এবং সিলেট বিভাগের ২০ জন বিশিষ্ট ব্যক্তিকে শিক্ষাবিদ মুহিবুর রহমান চৌধুরী স্মৃতি পাঠাগার-এর পক্ষ থেকে সাহিত্য-সমাজ-সংস্কৃতি ও সাংবাদিকতাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ বিবিয়ানা সাহিত্য পরিষদ ‘নবীগঞ্জ রতœ’ সম্মাননা পদক ও ২০ জনকে কসবার কৃতি সন্তান শিক্ষাবিদ মুহিবুর রহমান স্মৃতি পদক প্রদান করা হয়। এ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবিয়ানা সাহিত্য পরিষদ নবীগঞ্জ-এর সভাপতি এম শহিদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন, বিশিষ্ট রাজনীতিবিদ ডাঃ আবুল খায়ের। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির উপদেষ্টা মুহিবুর রহমান, স্মৃতি পাঠাগার এর প্রতিষ্ঠাতা সভাপতি এম গৌছুজ্জামান চৌধুরী ও বিবিয়ানা সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহান শাহ লিমনের পরিচালনায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট-এর যুগ্ম সম্পাদক আবুল হাছনাত আজাদ সোহান, অধ্যক্ষ নুরুল আমীন, দৈনিক সমকাল প্রতিনিধি এম এ আহমদ আজাদ, হাজ্বী মনির উদ্দিন, দীনুল ইসলাম বাবুল, এ্যাডঃ নজরুল ইসলাম, আবুল কাশেম রুমন, এ্যাডঃ এস এম ইলিয়াছ, নিলুপা ইসলাম নিলু, মুরাদ আহমদ প্রমুখ।
পুরস্কার প্রাপ্ত ২০ জনের মধ্যে রয়েছেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও সাংবাদিক আবুল কালাম আজাদ ছোটন (নবীগঞ্জ রতœ পদক), যুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট-এর যুগ্ম সম্পাদক আবুল হাছনাত আজাদ সোহান (সমাজ সেবা), ইনাতগঞ্জ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল আমীন (শিক্ষা উন্নয়ন) ও দৈনিক সমকাল এম এ আহমেদ আজাদ (সময়ের সাহসী সাংবাদিকতা)।