Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলা ॥ বিচার কাজ ত্বরান্বিত করতে পলাতক আসামীদের মাল ক্রোকের আবেদন

পাবেল খান চৌধুরী ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াসহ ৫ হত্যা মামলার নির্ধারিত তারিখ গতকাল বৃহস্পতিবার পলাতক আসামীদের মালামাল ক্রোকের আবেদন জানানো হয়েছে। হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া আক্তার এর আদালতে মামলার বাদী পক্ষের আইনজীবী আলমগীর ভূইয়া বাবুল বিচার ত্বরান্বিত করতে আসামীদের মালামাল জব্দ করার আবেদন করেন। আগামী ২৫ জানুয়ারি মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।
গত ২১ ডিসেম্বর বিকেলে মামলার তদš-কারী কর্মকর্তা সিআইডি’র এএসপি মেহেরুন্নেছা পারুল হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া আক্তারের আদালতে চার্জশীট জমা দেন। এই চার্জশীটে নতুন ১১ জনকে অন্তর্ভূ করা হয়। এরা হলেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌর মেয়র জিকে গউছ, বিএনপি কেন্দ্রীয় নেতা হারিছ চৌধুরী, মুফতি আব্দুল হাই, মুফতি তাজ উদ্দিন, মুফতি সফিকুর রহমান, মোহাম্মদ আলী, বদরুল, মহিবুর রহমান, কাজল আহমেদ, হাফেজ ইয়াহিয়া। এ ১১ জনের মধ্যে আরিফুল হক চৌধুরী ও জি কে গউছ আদালতে আত্মসমর্পন করলেও বাকী ৯ জন পলাতক।