Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে প্রশিক্ষণপ্রাপ্ত মৃৎ শিল্পীদের মাঝে এমপি কেয়া চৌধুরীর সনদপত্র বিতরণ

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার কল্যাণপুরের কুমারপাড়ার মৃৎ শিল্পের উন্নয়নে নারীসহ ৪০ জনকে প্রশিক্ষণ শেষে সদনপত্র প্রদান করা হয়েছে। তার সাথে এ শিল্পের উন্নয়নে তারা পাচ্ছেন ঋণও। দীর্ঘ প্রশিক্ষণ শেষে গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রশিক্ষণার্থীদের মাঝে এ সনদপত্র বিতরণ করেন হবিগঞ্জ-সিলেট জেলার নারী আসনের এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।
উপজেলা যুব উন্নয়ন কর্তৃক আয়োজিত কল্যাণপুর দূর্গা মন্দির প্রাঙ্গণে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম জোরদারকরণ প্রকল্পের আওতায় প্রশিক্ষণ সমাপ্ত হলে প্রশিক্ষণার্থীদের  মাঝে এ সদন বিতরণকালে এমপি কেয়া চৌধুরী বলেন-আপনাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। আজ এর সদন বিতরণ করলাম। এখন আপনাদের মধ্য থেকে প্রথম পর্যায়ে ১০ জনকে এক লাখ টাকা ঋণ হিসাবে দেয়া হবে। এ টাকা দিয়ে এখানের মৃৎ শিল্পকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি বলেন- এ শিল্পটি আর অবহেলিত থাকবে না। এটিকে আধুনিক করা হবে। এজন্য আপনাদের প্রশিক্ষণ দিয়ে সনদ দিলাম। আপনারা নিয়মনীতি অনুযায়ী ঋণ পাবেন।
হবিগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুর রশিদের সভাপতিত্বে বক্তৃতা করেন-ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ, আওয়ামীলীগ নেতা শামসুদ্দিন আহমেদ, শফিউল আলম চৌধুরী প্রমুখ।
সনদ নিতে আসা প্রশিক্ষণার্থীরা আশাবাদ ব্যক্ত করে বলেন- এমপি কেয়া চৌধুরী’র চেষ্টায় মৃৎ শিল্পের উপর প্রশিক্ষণ ও সনদ পেয়ে আমরা আনন্দিত। আমাদেরকে ঋণ দেয়ার যে উদ্যোগ নেয়া হয়েছে এর মাধ্যমে আমরা স্বাবলম্বি হব বলে আশা করি।