Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

দ্রুত বিচার আইনে দায়েরকৃত মামলার ৭ ছাত্রদল নেতার জামিন না মঞ্জুর

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে রোববার বিকেলে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত দ্রুত বিচার আইনে দায়েরকৃত মামলার ৭ আসামীর জামিন আবেদন না মঞ্জুর করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া আক্তার এই আদেশ দেন।
রোববার বিকেলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করার প্রতিবাদে হবিগঞ্জে ছাত্রদল ও পুলিশের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশের ব্যবহৃত হিউম্যান হলার, ইজি বাইকসহ ১০/১৫টি যানবাহন ও জেলা শিক্ষা অফিস ভাংচুর করা হয়। এই ঘটনায় জেলা ছাত্রদল সদস্য এম এ রুমেল, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আহত সাইদুর রহমান, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আল আমিন তালুকদার, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম, উজ্জল, মুতাব্বির রাব্বি, আল আমিন শুভনকে আটক করে পুলিশ। পরে রাতে গ্রেফতারকৃত ৭ জনসহ ৮৫ জনকে আসামী করে এসআই দেলোয়ার বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। সোমবার বিকেলে গ্রেফতারকৃতদেরকে কারাগারে পাঠানো হয়। গতকাল মঙ্গলবার তাদের আইনজীবী অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান জামিনের জন্য আবেদন করেন।