Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মিরপুরে পুলিশ-আওয়ামীলীগ বিএনপি সংঘর্ষ ॥ আহত ৫০ ॥ শতাধিক রাউন্ড গুলি ও টিয়ার গ্যাস নিক্ষেপ

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার মিরপুরে বিএনপি-পুলিশ-আওয়ামীলীগের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। ঘন্টাব্যপী সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। আহতদের বাহুবল হাসপাতাল ও বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করেছে। আটককৃতরা হল মৌলভীবাজারের মিষ্টি ব্যবসায়ী খালেকুজ্জামান ও মাধবপুরের ব্যবসায়ী গেদু মিয়া।
জানা যায়, সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে মিরপুরে একটি মিছিল বের করে ২০ দলের নেতাকর্মীরা। মিছিলে বাধা দেয় পুলিশ। এ নিয়ে বিএনপি-পুলিশের মাঝে সংঘর্ষ বাধে। সংখ্যায় কম হওয়ায় বিএনপির কর্মীরা পুলিশের উপর হামলা চালিয়ে পিছু হঠতে বাধ্য করে। বিকেল পৌণে ৫টায় মিরপুর বিশ্বরোডের টহলরত পুলিশ, বাহুবল থানা পুলিশ ও কামাইছড়া পুলিশের সাথে আওয়ামীলীগের নেতাকর্মীরা একত্রিত হয়ে ২০ দলের নেতাকর্মীদের উপর পাল্টা হামলা চালায়। চলতে থাকে ত্রিমুখী সংঘর্ষ। এদিকে ২০ দলের কর্মীরা কলেজ রোড, শায়েস্তাগঞ্জ রোড, ধুলিয়াখাল রোড, শ্রীমঙ্গল রোড দখল করে পুলিশ-আ’লীগের উপর ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে ২০ দলের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। বিকাল সোয়া ৫টায় পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র ও এএসপি সাজ্জাদ ইবনে রায়হান ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এএসপি সাজ্জাদ ইবনে রায়হান জানান, ১৩ রাউন্ড কাঁদানে গ্যাস ও শতাধিক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে। সন্ধ্যা ৭টা এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।