Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পিন্টুর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার রায়ের প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপি’র বিক্ষোভ

স্টাফ রিপোর্টার ॥ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে ১৮ দলীয় জোটের ডাকে টানা ৬০ ঘণ্টার হরতালের শেষদিনে গতকাল বুধবার হবিগঞ্জের সর্বত্র হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। হরতাল চলাকালে বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও সাবেক সফল এমপি নাসির উদ্দিন পিন্টুর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক রায়ের প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল মুসলিম কোয়ার্টার চিলড্রেন পার্ক থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুসলিম কোয়ার্টার মোড়ে এসে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও ডক্টরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ আহমুদুর রহমান আবদাল এর সভাপতিত্বে এবং জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ কামাল উদ্দিন আহমেদ সেলিম এর পরিচালনায় উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক মোঃ মোতাকাব্বির খান আক্কাছ, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মহিবুল ইসলাম শাহীন, পৌর বিএনপি’র সহ-সভাপতি মোঃ আলী হাসান, জেলা বিএনপি’র সদস্য মোহাম্মদ আলী মুসা, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসবী সাঈদ চৌধুরী, ইলিয়াছ মুক্তি যুব সংগ্রাম পরিষদ হবিগঞ্জ জেলার আহ্বায়ক মোঃ শামীম মিয়া, গণদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফরিদুজ্জামান রনি, ছাত্রদল নেতা কাজী শামসুল হক শিমুল, মোঃ আলমগীর, মোঃ শাহজাহান মিয়া, মোঃ জহিরুল ইসলাম রুহেল, মোঃ আবু সায়েম, জেলা গণদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রানা, জুবায়ের আহমেদ প্রমূখ। এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন আবুল ফজল মামুন, আবুল খায়ের অপু, এ্যাডভোকেট নিজাম উদ্দিন, মোঃ কিম্মত আলী, আলী রাজা উজ্জ্বল, আব্দুল মোত্তালিব লিটন, মোর্শেদ কামাল আশফাক, মোঃ রুবেল খান, মোঃ আফিল উদ্দিন, মোঃ আলমগীর, গোলাম মোস্তফা, এহতেশামুল হক সোহাগ, মোঃ আব্দুল গাফফার, রাজিব আহমেদ হৃদয়, মোঃ ইকবাল মিয়া, সুমন, মঞ্জুরুল ইসলাম পারভেজ, শাহজাহান চৌধুরী, জুবায়ের আহমেদ, আলী আফসার মামুন, শাহজাহান মিয়া, মীর তোফায়েল, মাসুম  মিয়া, তারেক মিয়া, ফয়জুর মিয়া, কাসেম আলী, সোহেল মিয়া, রাসেল, রাফি, আলকাছ মিয়া, হেলাল মিয়া প্রমূখ।
সভাপতির বক্তব্যে ডাঃ আবদাল বলেন- রাজপথের লড়াকু সৈনিক নাসির উদ্দিন পিন্টুর অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে।
এ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম বলেন নাসির উদ্দিন পিন্টুর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার রায় যুক্তিযুক্ত নয়।