Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে ৪৫ বোতল বিদেশী মদসহ ২জন গ্রেফতার

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ গভীর রাতে সিএনজিযোগে মদ পাচারকালে ৪৫ বোতল বিদেশীসহ ২জনকে আটক করেছে বানিয়াচং থানা পুলিশ। আটককৃতরা হচ্ছে-সিলেট জেলার গোয়াইনঘাট থানার সোনাটিলা এলাকার মুজাহিদ আলীর ছেলে রুবেল মিয়া (২২) ও আজমিরীগঞ্জ থানার জলসুখা গ্রামের মুহিত মিয়ার ছেলে কামাল মিয়া (২৫)। গত শুক্রবার দিবাগত গভীর রাতে বানিয়াচং-হবিগঞ্জ সড়কের রতœা বাজার এলাকায় সিএনজি অটোরিক্সায় তল্লাশী চালিয়ে মদসহ ওই দুই পাচারকারীকে আটক করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-ওই উল্লেখিত দুই মদ পাচারকারী একটি সিএনজিযোগে বানিয়াচংয়ের দিকে যাচ্ছিল।  বানিয়াচং থানার এসআই মোঃ শফিকুল ইসলামসহ একদল পুলিশের সন্দেহ হলে সিএনজিটি আটক করে তল্লাশী চালায়। এ সময় ব্যাগ থেকে ভারতের তৈরী মদের বোতলগুলো উদ্ধার করেন। পুলিশ সূত্রে জানা যায়, সিলেট এর জাফলং এলাকা থেকে আজমিরীগঞ্জে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এ মদের বোতলগুলো নিয়ে আসা হয়েছিল বলে আটককৃতরা স্বীকারোক্তিতে জানায়। অফিসার চয়েস ও ডাইরেক্টর স্পেশাল ব্র্যান্ডের  এ মদগুলোর বাজার মূল্য প্রায় ৩৫ হাজার টাকা। এ ব্যাপারে বানিয়াচং থানার এসআই মোঃ শফিকুল ইসলাম বাদী হয়ে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধন/০৪) এর (গ) ২৫ এর ধারায় একটি মামলা দায়ের করেন। অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলী সাংবাদিকদের জানান, যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে। এব্যাপারে কাউকে কোন ধরণের ছাড় দেয়া হবে না।