Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবু বরের নামে মাদক মামলা ভেস্তে গেলো ‘জামাই দেখা’র আনুষ্টানিকতা

চুনারুঘাট প্রতিনিধি ॥ রুবেল (২০)। বাড়ি চুনারুঘাট সিমান্ত এলাকার টেকেরঘাট গ্রামে। তার কর্মস্থল ভৈরব। ২ মাস যাবৎ সেখানে সে কাজ করছে। তার বিয়ের আলাপ আলোচনা চলছে একই এলাকার জনৈকা পাত্রীর সাথে। গত ৫ নভেম্বর পাত্র রুবেলকে দেখার দিন তারিখ নির্ধারণ করা হয়। সে অনুযায়ী রুবেলকে খবর দয়ে বাড়ি নিয়ে আসা হয়। রাতে স্থানীয় ইউপি মেম্বার সহ কনে পক্ষের লোকজন হবু বর দেখার জন্য আসেন রুবেলের বাড়ি। ঠিক একই সময় খবর আসে রুবেলের বিরুদ্ধে বাল্লা বিজিবি মাদক আইনে মামলা দায়ের করেছে। সাথে সাথে রুবেল গ্রেফতার এড়াতে বাড়ি থেকে পালিয়ে যায়। ফলে রুবেলের সাথে আর দেখা হয়নি তার বাড়িতে আসা হবু শশুর বাড়ির লোকজনের। ভেঙ্গে যায় হবু বর দেখার আনুষ্টানিকতা।
এদিকে স্থানীয় নেতৃবৃন্দ বিষয়টির ব্যাপারে বাল্লা বিজিবি’র সুবেদার আবু তাহেরের সাথে যোগাযোগ করেন। কিন্তু এ বিষয়ে তিনি কোন সহযোগীতা করতে পারবেন না বলে জানান। এলাকাবসী জানান, ৪ নভেম্বর বাল্লা সীমান্তের ওপারে ঘোষপাড়ার খোয়াইচর থেকে পরিত্যক্ত অবস্থায় ১৩ বোতল অফিসার চয়েস হুইস্কি উদ্ধার করেন নায়েক জামাল। পরদিন রুবেলের নামে মামলা দায়ের করে বিজিবি। এ ব্যাপারে রুবেলের পরিবার ও এলাকাবাসী জানান, জীবন-জীবিকার তাগিদে বিগত ২ মাস যাবৎ রুবেল ভৈরবে অবস্থান করছে। ঘটনার দিন আত্মীয়রা তাকে বাড়ীতে ডেকে আনেন বিয়ের কথা বলে। এ বিষয়ে বাল্লা বিজিবি সুবেদার বলেন, রুবেল একজন মাদক ব্যবসায়ী।