Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জাতীয় পার্টি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে জেলা জাতীয় পার্টি আলোচনা সভা

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টি ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে জেলা জাতীয় পার্টি উদ্যোগে চৌধুরী বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে গতকাল রাত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা জাপার সাবেক সহ-সভাপতি আব্দুল মুক্তাদীর চৌধুরী অপুর সভাপতিত্বে এবং সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক এসএম লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক শংকর পাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তাজ উদ্দিন আহমেদ বাবুল, জালাল উদ্দিন আহমেদ, জাহাঙ্গীর আলম চৌধুরী, পিনাকী চৌধুরী, সাবেক চেয়ারম্যান ইউনূছ আলী তালুকদার, আবু তালেব, কামলা মিয়া, প্রভাষক ওয়াহিদুর রহমান, রিপন আহমেদ, আব্দুল হান্নান, শেখ জালাল, গোলাম কিবরিয়া চৌধুরী রিপন, রইছ আলী, দিলীপ চন্দ্র বর্মণ, জুয়েল আহমেদ জীবন, বিশ্বজিৎ চৌধুরী, সিরাজুল ইসলাম, আশিক মিয়া, তাহির মিয়া, হেলাল আহমেদ, পুলক শীল, স্বপন মিয়া, নোমান মিয়া, হারুন মিয়া প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক শংকর পাল বলেন, ঢাকা সোহরাওয়াদী উদ্যানে জাতীয় পার্টি মহাবেশ বানচাল করার জন্য অনেক ষড়যন্ত্র করা হয়েছে। কিন্তু সকল বাধা অতিক্রম করে পল্লীবন্ধুর সৈনিকরা মহাসমাবেশ সফল করেছেন। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের সংঘাত হিংসা হানাহানির রাজনৈতি থেকে মুক্তি পেতে দেশবাসীকে শান্তি ও সমৃদ্ধির জন্য আগামীতে জাতীয় পার্টিকে রাষ্ঠ্র ক্ষমতায় বসাতে হবে। সভায় জেলা জাপার সাবেক সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদের স্ত্রী লুৎফা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করা হয় এবং শোকাহত পরিবারবর্গে প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। শেষে মরহুমার বিদেয়ী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জাপা নেতা আব্দুর রউফ।