Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে পশু পালন বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলা সদর দক্ষিণ পশ্চিম ইউনিয়নে দু’দিন ব্যাপী পশু পালন বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়েছে। গত ৫ ও ৬ নভেম্বর মঙ্গল ও বুধবার ৪নং বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি মিলনায়তনে অক্সফাম এর সহায়তায় স্যানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশন পশু পালন বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করে। দুদিনের প্রশিক্ষণে গরু পালনের উদ্দেশ্য, গরুর জাত নির্বাচন, গরুর ঘর তৈরী ও বাসস্থান, গরু মোটাতাজাকরণ এবং গরুর  খাবার, গাভীর যতœ ও পরিচর্যা, কৃত্তিম প্রজননের সুবিধা, গরুর রোগ বালাই ও প্রতিকার, গাভীর পরিচর্যা ইত্যাদি নিয়ে আলোচনা করেন বানিয়াচং উপজেলা পশু হাসপাতাল এর ভেটেনারী সার্জন ডা: মোঃ আবুল কাসেম, স্যানক্রেডের কৃষি অফিসার মোঃ আব্দুর রশীদ, মনিটরিং এন্ড এ্যাভুলেশন অফিসার হাজং সুমন রায়। প্রশিক্ষণের সার্বিক পরিচালনা ও উপস্থাপন করেন ফিল্ড ফেসিলেটর কলিম উদ্দিন ফকির। প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন স্যানক্রেডের দলীয় কৃষানী সদস্যাবৃন্দ। বুধবার সমাপনী দিনে হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি ও বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন গরু পালন বিষয়ক প্রশিক্ষণের সুফল ও মূল্যায়ন করে বক্তৃতা করেন।