Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

গউছের জামিন বাতিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ॥ দোকান পাট-যানবাহন ভাংচুর ॥ পুলিশ-বিএনপি সংঘর্ষে ওসিসহ আহত ২০ ॥ দেড়শতাধিক রাউন্ড গুলি-টিয়ার সেল নিক্ষেপ ॥ গ্রেফতার ৮ ॥ আড়াই শতাধিক বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে ৩টি মামলা

কাজী মিজানুর রহমান ॥ হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ এর জামিন নামঞ্জুর করাকে কেন্দ্র করে শহরের পুলিশ-বিএনপি সংঘর্ষে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি নাজিম উদ্দিন সহ ২৫/৩০ জন আহত হয়েছে। এর মধ্যে ২ জন গুলিবিদ্ধ রয়েছে। সংঘর্ষকালে দোকানপাট, টমটম, রিক্সা সহ যানবাহণ ভাংচুর করা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেড়শতাধিক রাউন্ড রাবার বুলেট ও ১৪ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। সংঘর্ষে জড়িত থাকার সন্দেহে পুলিশ ৮ জনকে আটক করেছে। এ ঘটনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের দেড় শতাধিক নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরোও শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইন, দ্রুত বিচার আইন ও পুলিশ এসল্ট এর অভিযোগ এনে পুলিশ বাদী হয়ে পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে। জি গউছের জামিন আবেদন না-মঞ্জুরের প্রতিবাদে কোর্ট প্রাঙ্গণে থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের শায়েস্তানগর এলাকায় গিয়ে যানবাহন ও দোকান পাট ভাংচুর করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ ও বিএনপি-অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে সংঘর্ষ বাধে। শহরের শায়েস্তানগর, থানামোড়, বেবী ষ্ট্যান্ড ও ফায়ার সার্ভিস এলাকায় দফায় দফায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেড়শতাধিক রাউন্ড রাবার বুলেট ও ১৪ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। সংঘর্ষে হবিগঞ্জ সদর থানার ওসি নাজিম উদ্দিন (৪০), এসআই আব্দুল লতিফ (৪০), পুলিশ কনষ্টেবল মতিউর রহমান (২২), পুলিশ কনষ্টেবল আলাউদ্দিন (২৪), পুলিশ কনষ্টেবল সুহেল (২২), পুলিশ কনষ্টেবল ইসমাঈল এবং শাহেদ আলী (২৩), সুরুজ আলী (৪০), শাহরিয়ার লিটন (২৮), শামছুন্নাহার (৩৫), শাহিন (১২), আব্দুন নুর (৫০)সহ ২০ আহত হয়েছে।
এদিকে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ সুপারের বাসভবনের সামনের গেইটে কে বা কারা পেট্রোল বোমা ছুড়ে মারলে এটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ ঘটনায় এসআই সুদ্বীপ বাদী হয়ে ২৯ জন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরোও ১৫/২০ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন।
এছাড়া ৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরোও ৪০/৫০ জন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে এবং ১০০ জন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উল্লেখ করে অজ্ঞাতনামা আরোও ১০/১৫ জনের বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়েছে। উভয় মামলা পুলিশ বাদী হয়ে দায়ের করেন।
এদিকে সংঘর্ষকালে এবং পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৮ জনকে আটক করেছে। তারা হলেন-সংঘর্ষে গুলিবিদ্ধ শাহেদ আলী (২৩), গুলিবিদ্ধ শাহরিয়ার লিটন (২৮), তানভীর (১৬), রাসেল (১৮), আব্দুল হালীম (২০), আলমপনা চৌধুরী মাসুদ, শারপিন চৌধুরী রিয়াজ ও সাজু। তাদেরকে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।